Wednesday, January 22, 2025
আন্তর্জাতিক

মেয়েদের ঘরের জানালা বন্ধ রাখতে হবে, ফতোয়া জারি তালিবানের; মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে নিন্দা বিশ্বজুড়ে 

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আফগানিস্তানে মেয়েদের ওপর লাগাতার বিধিনিষেধ জারি করে আরও এক ধাপ এগোল তালিবান সরকার। এবার তাদের নতুন ফতোয়া অনুযায়ী, বাড়ির এমন অংশ যেখানে মেয়েরা থাকেন বা কাজ করেন, সেখান থেকে সমস্ত জানালা বন্ধ করে ফেলতে হবে। শনিবার তালিবান সরকারের জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, রান্নাঘর বা অন্যান্য গৃহস্থালি কাজের জায়গায় কোনও মহিলাকে বাইরে থেকে দেখা যাবে, এমন পরিস্থিতি যেন তৈরি না হয়।

জানালা বন্ধ করার নির্দেশ কেন?

তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে বলেছেন, “মহিলাদের রান্না করতে বা কুয়ো থেকে জল তুলতে দেখলে অশ্লীল কাজ হতে পারে।” প্রতিবেশীর দেওয়াল, রান্নাঘর, এবং মহিলাদের ঘরের জানালাগুলি বন্ধ করার বা জানালার সামনে পাঁচিল তোলার পরামর্শ দিয়েছে সরকার। স্থানীয় পুরসভার আধিকারিকরা এই নির্দেশ কার্যকর করতে বাড়ি বাড়ি পর্যবেক্ষণ করবেন।

মেয়েদের উপর একের পর এক বিধিনিষেধ

তালিবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই মেয়েদের স্বাধীনতার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

শিক্ষা: মেয়েদের উচ্চ প্রাথমিকে পড়াশোনা নিষিদ্ধ।

কর্মসংস্থান: কর্মক্ষেত্রে মেয়েদের সুযোগ সীমিত।

চলাফেরা: প্রকাশ্যে বেশ কিছু জায়গায় মেয়েদের চলাফেরায় নিষেধাজ্ঞা।

সাংস্কৃতিক কার্যকলাপ: গান গাওয়া বা কবিতা পাঠের মতো সাংস্কৃতিক কাজেও নিষেধাজ্ঞা।

মেয়েদের স্বাধীনতায় বাধা, বিশ্বজুড়ে নিন্দা

তালিবানের এই নতুন ফতোয়া নিয়ে আন্তর্জাতিক মহল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। মেয়েদের স্বাধীনতার ওপর এমন অমানবিক বিধিনিষেধ মানবাধিকার লঙ্ঘনের সামিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তালিবানের এই সিদ্ধান্তে আফগানিস্তানের নারীদের জীবন আরও সংকুচিত এবং নিরাপত্তাহীন করে তুলছে।

বিশ্বজুড়ে তীব্র সমালোচনার পরও তালিবান সরকার নিজেদের এই ধরণের সিদ্ধান্তে অনড়। তবে মেয়েদের স্বাধীনতা এবং অধিকারের এই লঙ্ঘনের বিরুদ্ধে আফগানিস্তানে এবং আন্তর্জাতিক স্তরে প্রতিবাদ ক্রমশ বাড়ছে।