বিসিসিআইয়ের ভাবমূর্তি স্বচ্ছ্ব করাই প্রধান লক্ষ্য: সৌরভ গঙ্গোপাধ্যায়
মুম্বাই: সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদে নিজের মনোনয়নপত্র জমা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই সভাপতি পদে বসতে চলেছেন তিনি। মনোনয়ন দাখিলের পরে, সৌরভ গঙ্গোপাধ্যায় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, তাঁর ভবিষ্যৎ কর্মসূচি বিসিসিআইয়ের মসনদে বসে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি স্বচ্ছ্ব করা।
পাশাপাশি ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল প্রাক্তন অধিনায়ক সৌরভ বলেন, তিনি বিসিসিআইয়ের সভাপতি হওয়ার জন্যে কখনওই কোনও আকাঙ্ক্ষা প্রকাশ করেননি। সোমবার সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে ‘দাদা’ বলেন, আশা করি আগামী কয়েক মাসের মধ্যে আমরা সব কিছু ঠিক জায়গায় এনে ভারতীয় ক্রিকেটের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পারব।
৪৭ বছর বয়সী সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, আমি এই পদে বসার জন্য কখনোই আমার আকাঙ্ক্ষা কখনই প্রকাশ করিনি। আমি কখনও কারও সঙ্গে এ বিষয়ে কথাও বলিনি। রবিবার রাত সাড়ে দশটা পর্যন্ত আমি এ বিষয়ে কিছুই জানতাম না। সেই সময়েই আমাকে জানানো হয় যে আমাকে বিসিসিআইয়ের সভাপতি পদের দায়িত্বভার নিতে হবে।
কলকাতার ‘মহারাজ’ বলেন, তাঁর অনেক কাজ করার আছে কারণ ভারতীয় দলের বোর্ড পরিচালনা করার মতো বড় দায়িত্ব পাওয়া সত্যিই এক দারুণ ব্যাপার। ভারতীয় ক্রিকেট প্রশাসনকে বিশ্বের সেরা হতে হবে। আমাদের প্রশাসনকে ঢেলে সাজাতে হবে।