Tuesday, November 18, 2025
রাজ্য​

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে ৩০-৩৫% সিলেবাস কমছে: শিক্ষামন্ত্রী

কলকাতা: করোনা মোকাবিলায় দফায় দফায় দেশজুড়ে লকডাউন জারি করা হয়। লকডাউন তুলে নেওয়া হলেও এখনও বন্ধ রয়েছে স্কুল-কলেজ। ৮ মাসের বেশি সময় ধরে রাজ্যের স্কুল বন্ধ রয়েছে। সব মিলিয়ে আড়াই মাস মাধ্যমিক পরীক্ষার্থীদের স্কুলে ক্লাস হয়েছে। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও ক্লাস হয়নি। মাধ্যমিক পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারিতে হয়। উচ্চমাধ্যমিক পরীক্ষা হয় মার্চে। তবে করোনা আবহে এবার দু’টি পরীক্ষা কবে হবে এখনও ঠিক হয়নি।

বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, পঠনপাঠনে ঘাটতি থাকায় ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৩০ – ৩৫ শতাংশ সিলেবাস কাটছাঁটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্কুল কবে খুলবে তা এদিনও বলতে পারেননি তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির জেরে স্কুল বন্ধ থাকায় পড়ুয়াদের পঠনপাঠনে ঘাটতি রয়েছে। এই পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সিলেবাস কতটা কমানো উচিত তা মধ্যশিক্ষা পর্যদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে জানতে চেয়েছিল রাজ্য সরকার। তাঁরা ৩০ – ৩৫ শতাংশ সিলেবাস কমানোর প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তার শিক্ষা দফতর গ্রহণ করেছে।

সিলেবাস থেকে কোন কোন অংশ কাটছাঁট করা হয়েছে? শিক্ষামন্ত্রী জানান, মধ্যশিক্ষা পর্যদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

তবে প্রশ্ন উঠছে, স্কুল কবে খুলবে? স্কুল না খুললে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক কোথায়, কিভাবে হবে? স্কুল আপাতত খুলছে না, সেই ইঙ্গিত দিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, বর্তমান যা পরিস্থিতি, আবার তো ফিরে আসছে করোনা। অনেক রাজ্য তো স্কুল খুলে আবার বন্ধ করেছে। কোন পথে গেলে পড়ানো এবং পড়ুয়াদের স্বার্থ সুরক্ষিত হবে, সেই পথ খুঁজছি।

এদিকে, ডিসেম্বরে কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমরা উপাচার্যদের সঙ্গে কথা বলব। তাঁদের মতামত জানবো। তারপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।