Monday, March 17, 2025
দেশ

মোদী ২.০, একনজরে দেখে নিন পূর্ণাঙ্গ মন্ত্রিসভা

নয়াদিল্লি: এবারের লোকসভা নির্বাচনে ব্যাপক জয় এসেছে বিজেপির। বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পরেই শপথ নেন রাজনাথ সিং, অমিত শাহরা। সব মিলিয়ে এদিন ৫৮ জন শপথ নিয়েছেন। নতুন মুখ ১৯ জন, পূর্ণমন্ত্রী ২৫, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ৯ জন, উত্তর প্রদেশ থেকে মন্ত্রী হয়েছেন ৮ জন।

একনজরে দেখে নিন মোদী ২.০ মন্ত্রিসভায় কে কে রয়েছেন:

পূর্ণমন্ত্রী

  • রাজনাথ সিং
  • অমিত শাহ
  • নীতীন গড়কড়ি
  • সদানন্দ গৌড়া
  • নির্মলা সীতারমন
  • রাম বিলাস পাসোয়ান
  • নরেন্দ্র সিং তোমার
  • রবিশঙ্কর প্রসাদ
  • হরসিমরত কাউর বাদল
  • টি গেহলট
  • এস জয়শঙ্কর
  • রমেশ পোখরিয়াল
  • অর্জুন মুণ্ডা
  • স্মৃতি ইরানি
  • হর্ষবর্ধন
  • প্রকাশ জাভড়েকর
  • পীযূষ গোয়েল
  • ধর্মেন্দ্র প্রধান
  • মোক্তার আব্বাস নাকভি
  • প্রহ্লাদ যোশী
  • মহেন্দ্রনাথ পাণ্ডে
  • অরবিন্দ সাবন্ত
  • গিরিরাজ সিং
  • গজেন্দ্র সিং শেখাওয়াত

রাষ্ট্রমন্ত্রী( স্বাধীন দায়িত্ব)

  • সন্তোষ গাঙ্গোয়ার
  • রাও ইন্দ্রজিত সিং
  • শ্রীপদ নায়েক
  • জিতেন্দ্র সিং
  • কিরণ রিজিজু
  • প্রহ্লাদ সিং প্যাটেল
  • রাজকুমার সিং
  • হরদীপ সিং পুরী
  • মনসুখ মান্ডবিয়া

রাষ্ট্রমন্ত্রী

  • ফগন সিং কুলস্তে
  • অশ্বিনীকুমার চৌবে
  • অর্জুনরাম মেঘওয়াল
  • জেনারেল(অবসরপ্রাপ্ত) ভিকে সিং
  • কৃষাণপাল গুজ্জর
  • রাওসাহেব দানবে
  • জি কিষাণ রেড্ডি
  • পুরুষোত্তম রূপালা
  • রামদাস আটওয়ালে
  • সাধ্বী নিরঞ্জন জ্যোতি
  • বাবুল সুপ্রিয়
  • সঞ্জীব কুমার বালিয়ান
  • সঞ্জয় সামরাও ধোত্রে
  • অনুরাগ ঠাকুর
  • সুরেশচন্দ্র বসাপ্পা
  • নিত্যানন্দ রায়
  • রতনলাল কাটারিয়া
  • ভি মুরলিধরন
  • রেনুকা সিং সারুটা
  • সোমপ্রকাশ
  • রামেশ্বর তেলি
  • প্রতাপচন্দ্র সারঙ্গি
  • কৈলাস চৌধুরী
  • দেবশ্রী চৌধুরী