ভোটে হারতেই ইভিএম কারচুপির অভিযোগ তুললেন স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মহারাষ্ট্রের অনুশক্তিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এনসিপি (অজিত পাওয়ার গোষ্ঠী) প্রার্থী সানা মালিকের কাছে পরাজিত হলেন সমাজবাদী পার্টির নেতা ও অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ। ভোটে হারের পর ইভিএম কারচুপির অভিযোগ তুলেছেন তিনি।
ফাহাদ দাবি করেছেন, ১৭ রাউন্ড পর্যন্ত তিনি এগিয়ে ছিলেন, কিন্তু শেষ রাউন্ডে ফলাফল পাল্টে যায়। তার অভিযোগ, নির্বাচন কমিশনের ভূমিকা সন্দেহজনক। তিনি বলেছেন, “প্রথম দিকের সব রাউন্ডে এগিয়েছিলাম। ৯৯ শতাংশ ব্যাটারি থাকা ইভিএমে কেবল বিজেপি ও তার সহযোগীদের ভোট পড়ল। পুরো বিষয়টিই কারচুপি করা হয়েছে।” তিনি ১৬-১৯ রাউন্ডের পুনর্গণনার দাবি জানিয়েছেন।
অভিনেত্রী স্বরা ভাস্করও ইভিএমের ৯৯ শতাংশ ব্যাটারি থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, এত দীর্ঘ সময় ভোট হওয়ার পরও কীভাবে ব্যাটারি অক্ষত থাকে?
উল্লেখ্য, ফাহাদ আহমেদ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্বরা ভাস্করের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং এবারের নির্বাচনে এসসিপির হয়ে প্রার্থী হন। তবে হারের পর তার অভিযোগ ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে।