কানহাইয়ার জন্যে মাঠে নেমে প্রচারে অভিনেত্রী স্বরা ভাস্কর
পাটনা: রাজনীতি থেকে সামাজিক ইস্যু, বারবার ট্রোলড হলেও খোলামনে নিজস্ব মতামত জানানো থেকে কখনও পিছপা হননি অভিনেত্রী স্বরা ভাস্কর। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নানা মত দেন। তবে এবার সটান চলে গেলেন নির্বাচনী প্রচারে। নিজের জন্মদিনে সিপিআই প্রার্থী কানহাইয়া কুমারের (৩২) হয়ে দিনভর প্রচার করলেন ৩০ বছর বয়সী স্বরা।
কানহাইয়া কুমার এবার বিহারের বেগুসরাই কেন্দ্র থেকে লোকসভা ভোটে লড়ছেন। মঙ্গলবার নিজের জন্মদিনে সোজা পাটনা উড়ে যান স্বরা। স্বরা জানান, এভাবে কারও জন্মদিন পালন একটু অস্বাভাবিক। কিন্তু কানহাইয়া আমার বন্ধু। আর আমি মনে করি আমাদের সবার হয়ে ও একটা গুরুত্বপূর্ণ লড়াই করছে। ও জিতলে তা ভারতীয় গণতন্ত্রের জয় হবে। স্বরা আরও বলেন, জনগণের উচিৎ কানহাইয়া কুমারের মতাদর্শের সাথে নিজেকে যুক্ত করা।
স্বরা ভাস্করের কথায়, কানহাইয়া সমস্ত ভারতীয়দের নিয়ে উদ্বেগ প্রকাশ করে, সাংবিধানিক মূল্যবোধ এবং ভারতের সংবিধানের উপর আসা হুমকি, বেকারত্ব, জনহিংসার উত্থান, সামাজিক ন্যায়বিচারের প্রয়োজনীয়তা এবং সেই সেই বিষয়গুলিতে মনোনিবেশ করার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন যা জীবনকে উন্নত করবে। আমার মনে হয় কর্তব্যনিষ্ঠ এবং দেশপ্রেমিক ভারতীয় হিসাবে আমাদের সকলের এই মতাদর্শ বা চিন্তাধারার প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়া উচিৎ।
প্রসঙ্গত, কানাইয়া কুমারকে, ২০১৬ সালের ফেব্রুয়ারি রাষ্ট্রদ্রোহ আইনের অধীনে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ক্যাম্পাসে ভারত-বিরোধী স্লোগান তুলেছিলেন তিনি। সোমবার দিল্লি আদালত ২৩ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করে দিল্লি সরকারকে অনুমোদন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও সময় দিয়েছে।