জেএনইউ-তে স্বামী বিবেকানন্দর মূর্তি ভাঙচুর
নয়াদিল্লি: নয়াদিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) স্বামী বিবেকানন্দর মূর্তি ভাঙচুর করা হল। স্বামীজির মূর্তিতে কালি লেপে গালমন্দও লিখে দেওয়া হল! তবে কে বা কারা এই কাজ করেছে তা জানা যায়নি। এই ঘটনা ঘটায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ক্যাম্পাসে।
সংবাদসংস্থা এএনআই পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, স্বামী বিবেকানন্দের মূর্তিটি গেরুয়া কাপড়ে ঢাকা রয়েছে। মূর্তি ভাঙচুর ছাড়াও মূর্তির উপরে ‘গেরুয়া’, ‘বিজেপি’, ‘জ্বলবে’, ‘ফ্যাশিজম নিপাত যাক’-এর মতো ইত্যাদি শব্দ লিখে দিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। বিবেকানন্দর মূর্তিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বাইরে ডানদিকে ছিল।
Delhi: A statue of Swami Vivekananda inside Jawaharlal Nehru University(JNU) was vandalized by miscreants.More details awaited. pic.twitter.com/UM8QPWjlOU
— ANI (@ANI) November 14, 2019
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধি নিয়ে আন্দোলনে নেমেছিল ছাত্র-ছাত্রীরা। বেশ কয়েকদিন আন্দোলন চলার পর বুধবার পিছু হটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পড়ুয়াদের আন্দোলনের মুখে ফি কমায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব আর সুব্রমনিয়াম জানিয়েছেন, হোস্টেল ফি-সহ অন্য দাবি-দাওয়া মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচন পর্ব চলাকালীন কলকাতায় বিবেকানন্দ কলেজে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা। যা জেরে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি।