Monday, November 17, 2025
দেশ

উগ্র জাতীয়তাবাদকে মহামারীর সঙ্গে তুলনা, আনসারিকে তুলোধোনা করল হিন্দু মহাসভা

নয়াদিল্লি: সম্প্রতি প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি (Hamid Ansari) জানিয়েছিলেন, করোনার আগেও দেশের আরও দু’টি অতিমারী হয়েছিল, উগ্র জাতীয়তাবাদ ও ধার্মিকতা। আনসারির করা সেই মন্তব্যের নিন্দা করল অখিল ভারতী হিন্দু মহাসভা (Akhil Bhartiya Hindu Mahasabha)। শনিবার হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণি (Swami Chakrapani) তোপ দেগে বলেছেন, হামিদ আনসারি কথা বলেন পাকিস্তানের ভাষায়। তাঁর কথার ভঙ্গির সঙ্গে মিল রয়েছে এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসির।

চক্রপাণি বলেছেন, আনসারির উচিত দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া এবং তার বক্তব্য প্রত্যাহার করা উচিত। ওয়াইসি মুহম্মদ আলী জিন্নাহর পথে চলছেন, যিনি দেশভাগের জন্য দায়ী। তিনি ধর্মীয় মেরুকরণ তৈরি করে মুসলিম ভোটারদেরকে তার দলে টানার চেষ্টা করছেন। আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি যে এই জাতীয় লোকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে।

চক্রপাণি বলেন, হিন্দুরা এই ধারণায় বিশ্বাস করে যে গোটা বিশ্বই তাদের পরিবার। আমি মুসলিম সম্প্রদায়ের লোকদেরকে অনুরোধ করি যে এ জাতীয় লোকের দিকে কোনও মনোযোগ দেওয়া উচিত না যাতে এই দেশে আর একজন জিন্নাহ জন্মায়।

উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ এবং কর্ণাটকের ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে আইন প্রণয়নের বিষয়ে চক্রপাণি বলেন, আমাদের লাখ লাখ বোন-কন্যা এর কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই লাভ জিহাদ রুখতে কঠোর আইন করার দরকার রয়েছে। লাভ জিহাদের বিরুদ্ধে আইন হওয়া উচিত। লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর আইন না থাকার কারণে লাখ লাখ কন্যা ও বোনরা ভোগ করেছেন। আমি রাষ্ট্রকে এর বিরুদ্ধে আইন প্রণয়নের জন্য অভিনন্দন জানাচ্ছি।