বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী
কলকাতা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। বুধবার বিকাল পৌনে ৪ টা নাগাদ বিধানসভায় পৌঁছে পদত্যাগপত্র দাখিল করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়।
তবে জানা গিয়েছে, এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় না থাকায় তাঁর সচিব অভিজিৎ সোমের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। অধ্যক্ষকে ই–মেল করে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন শুভেন্দু।
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত শুভেন্দুর ইস্তফাপত্র গৃহীত হচ্ছে না। সে যে ভাবে বিধানসভার সচিবের কাছে শুভেন্দু অধিকারী ইস্তফাপত্র দাখিল করেছেন তা বৈধ নয়। এভাবে সচিবের কাছে ইস্তফাপত্র দেওয়া যায় না। ইস্তফাপত্র গ্রহণের ক্ষেত্রে সচিবেরও কোনও এক্তিয়ার নেই। আমি বৃহস্পতিবার অথবা শুক্রবার বিধানসভা যাব। তখন সচিব আমার কাছে পদত্যাগপত্র পাঠালে আমি সিদ্ধান্ত নেব।
বিমান বন্দ্যোপাধ্যায় আরও জানান, নিয়ম অনুযায়ী আমার হাতে পদত্যাগ পত্র জমা দিতে হয়। তবেই গ্রহণ করা হয়। শুভেন্দু অধিকারী পদত্যাগপত্র দেওয়ার জন্য সময় চাইতে পারতেন। চাননি। আরও জানা গিয়েছে, শুভেন্দুর পদত্যাগপত্রে কোনও তারিখেরও উল্লেখ নেই। যার ফলে ওয়াকিবহাল মনে করছে, শুভেন্দুর দাখিল করা পদত্যাগপত্র বাতিলও হয়ে যেতে পারে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

