অন্তত ১০ জন বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী
কলকাতা: বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলের সঙ্গে ২১ বছরের সম্পর্কের সম্পূর্ণ ইতি টেনেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার তাঁরই হাত ধরে তৃণমূলে বিরাট বড় ভাঙন ধরতে চলেছে বলে খবর। এক বাম নেতার দাবি, শুভেন্দু অধিকারী একা নয়, তাঁর সঙ্গে অন্তত ১০ বিধায়ক বিজেপিতে যোগদান করবেন।
উল্লেখ্য, অমিত শাহের উপস্থিতিতে শনিবারই বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর অনুযায়ী, ওই বাম নেতার সঙ্গে বুধবার কথা হয় শুভেন্দুর। বুধবার বিধানসভায় বিধায়ক পদে ইস্তফা দিতে বিধানসভায় যান শুভেন্দু অধিকারী। তখনই ওই বাম নেতার সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর।
বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা সম্পর্কে তাঁর কাছে খবর নেন শুভেন্দু। এর পরেই ওই বাম নেতা শুভেন্দুর কাছে তাঁর রাজনৈতিক অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করেন। ওই বাম নেতার দাবি, শুভেন্দু তখন তাঁকে বলেছেন, দিন দুয়েকের মধ্যে অন্তত ১০ বিধায়ক নিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। পরে আরও অনেকে গেরুয়া শিবিরে যোগ দেবে। বাম নেতার এই দাবির পরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
এদিকে, বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরে শুভেন্দু অধিকারী যান পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে। সেখানেই তৃণমূলের বিক্ষুদ্ধ নেতা-কাউন্সিলররা, বিধায়করা বৈঠকে যোগ দেন। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের বিক্ষুদ্ধের একটা বড় অংশকে বিজেপিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন শুভেন্দু।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

