Monday, November 17, 2025
রাজ্য​

দিল্লিতে শুভেন্দু অধিকারী, বৈঠক করতে পারেন অমিত শাহ ও নাড্ডার সঙ্গে, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিয়ে এখন জল্পনা তুঙ্গে। মেদিনীপুরের দোর্দণ্ডপ্রতাপ এই নেতাকে চলতি সপ্তাহে রাজ্য কর্মচারী ফেডারেশনের মেন্টর পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। সূত্রের খবর, ধীরে ধীরে তাঁর ডানা ছাঁটার প্রক্রিয়া চলছে তৃণমূলে। যা বুঝতে পেরেইই দিল্লি পৌঁছে গিয়েছেন তিনি।

সূত্রের খবর, দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। তাঁর ও তাঁর অনুগামীদের তৃণমূলে গুরুত্ব ক্রমশ কমতে থাকায় বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী বলে খবর। তাই বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন তিনি। এমনটাই খবর।

জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের মুখে দেরি করতে রাজি নন শুভেন্দু অধিকারী। কিছুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান তিনি। তবে তৃণমূলে থাকবেন না তা একপ্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। বিশেষজ্ঞরা মনে করছেন, শুভেন্দু অধিকারী সরাসরি বিজেপিতে যোগদান করতে পারেন। সেটার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন। এছাড়া নিজের দল তৈরি করতে পারেন তিনি। তবে ভোটের মুখে দল তৈরি করে খুব একটা সুবিধা করতে পারবেন না তিনি।

এদিকে, শুভেন্দুকে দলে টেনে তৃণমূলে বড়সড় আঘাত হানতে উৎসাহী বিজেপিও। তবে বিজেপির কাছে বেশ কয়েকটি শর্ত রেখেছেন শুভেন্দু। তার মধ্যে প্রথম শর্ত হল কেন্দ্রে তাঁকে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দিতে হবে। এছাড়া অনুগামীদের জন্য বিধানসভা নির্বাচনে ৫০টি আসন। যা নিয়ে এদিন দিল্লিতে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে পারেন শুভেন্দু অধিকারী।

তবে শুভেন্দু শর্ত মেনে দলে নিতে আপত্তি রয়েছে বিজেপির। কারণ, মুকুল রায়, সব্যসাচী দত্ত, সৌমিত্র খাঁ-র মতো নেতারা বিনা শর্তেই বিজেপিতে যোগদান করেছেন। তাছাড়া এমনিতেই দুই মেদিনীপুরে বিজেপি যথেষ্ট শক্তিশালী। ফলে শুভেন্দুকে বাড়তি প্রাধান্য দিতে রাজি নয় বিজেপি নেতৃত্ব।