একই হেলিকপ্টারে মেদিনীপুর যাবেন অমিত শাহ- শুভেন্দু অধিকারী
কলকাতা: তৃণমূলের প্রাক্তন হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। শনিবার অমিত শাহের হাত ধরে বিজেপিতে যাচ্ছেন তিনি। এর মধ্যেই জানা গেল, শুক্রবার সারাদিন দিল্লিতে কাটালেন শুভেন্দু অধিকারী। বৈঠক করেন অমিত শাহের সঙ্গে। অমিত শাহের বিমানেই শুক্রবার রাতে কলকাতায় ফেরেন তিনি।
জানা গিয়েছে, শনিবার অমিত শাহের সঙ্গে একই হেলিকপ্টারে মেদিনীপুর যাবেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু ঘনিষ্ঠ কণিষ্ক পাণ্ডা জানান, শুক্রবার সকালে কাঁথি থেকে গাড়িতে করে ভুবনেশ্বরে যান শুভেন্দু। সেখান থেকে বিমানে করে দিল্লিতে যান। সেখানে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। শুক্রবার রাতে অমিত শাহের বিমানেই কলকাতা ফেরেন।
উল্লেখ্য, গত বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু। শনিবার মেদিনীপুর শহরের কলেজ মাঠে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেওয়ার কথা তাঁর।
এদিকে, শুভেন্দু তৃণমূল থেকে ইস্তফা দেওয়ার পরই তৃণমূল ছাড়ার হিড়িক পড়েছে। তাঁদের প্রায় সকলেই বিজেপিতে যোগ দেবেন বলে খবর। তাই শনিবার মেদিনীপুরের সভার দিকেই তাঁকিয়ে রয়েছে সকলে। আপাতত সবার মনে একটাই প্রশ্ন, এদিনের সভায় ঠিক কতজন যোগ দেবেন বিজেপিতে?

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

