পাকিস্তান, আফগানিস্তান হিন্দুশূন্য, একই পথে এগোচ্ছে বাংলাদেশ; ২০৩১ সালের পর পশ্চিমবঙ্গের হিন্দুদেরও পালাতে হবে: শুভেন্দু অধিকারী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে হিন্দুদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হাওড়ার রামরাজাতলায় এক মন্দির উদ্বোধনের বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “যদি পরিস্থিতির বদল না হয়, তবে ২০৩১ সালের পর পশ্চিমবঙ্গেও হিন্দুদের পালানোর পথ খুঁজতে হবে। ঠিক যেমন পাকিস্তান ও বাংলাদেশে হয়েছে।”
বাংলাদেশ থেকে চলে আসার স্মৃতি
নিজের মায়ের অভিজ্ঞতার উদাহরণ টেনে শুভেন্দু বলেন, “আমার মা গায়ত্রী ভট্টাচার্য, তাঁর বাবা মাখনলাল ভট্টাচার্যের হাত ধরে বরিশাল থেকে এক কাপড়ে পালিয়ে এসেছিলেন। কারণ তাঁরা হিন্দু ছিলেন। আজ সেই একই পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে।” তিনি আরও বলেন, “যে সমস্ত বাড়ি আবাস যোজনায় তৈরি হচ্ছে, সেগুলোও দখল হয়ে যাবে।”
বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রসঙ্গ
বাংলাদেশের হিন্দুদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে শুভেন্দু বলেন, “পাকিস্তান ও আফগানিস্তানকে যেভাবে হিন্দুশূন্য করা হয়েছে, বাংলাদেশও সেই পথেই এগোচ্ছে। এক সময় লাহৌর, ইসলামাবাদে ব্যবসা, শিক্ষা ও অর্থের ক্ষেত্রে হিন্দু, শিখ ও জৈনরা প্রভাবশালী ছিল। কিন্তু এখন পাকিস্তানে হিন্দুদের সংখ্যা ১ শতাংশেরও নিচে নেমে এসেছে।”
ভবিষ্যৎ সংকটের আশঙ্কা
শুভেন্দু অধিকারীর মতে, পশ্চিমবঙ্গেও এই ধরণের দখলদারি ও ধর্মীয় বৈষম্যের ফলস্বরূপ হিন্দুদের নিজেদের বাসস্থান ও সম্পত্তি হারানোর সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “যদি অবিলম্বে পরিস্থিতির উন্নতি না হয়, তবে আগামী দশকের মধ্যেই বাংলার হিন্দুরা দেশান্তরী হওয়ার উপায় খুঁজতে বাধ্য হবে।”