Thursday, November 13, 2025
রাজ্য​

অমিত শাহের উপস্থিতিতে শনিবার বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী

কলকাতা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শনিবার বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সূত্রের খবর এমনটাই। ওইদিনই শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুরে যাবেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই শুভেন্দু গেরুয়া শিবিরে নাম লেখাবেন। প্রসঙ্গত জানিয়ে দিই, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলে তৃণমূলের সঙ্গে তাঁর আড়াই দশক তথা ২০ বছরের বেশি দিনের সম্পর্কের অবসান হবে।

উল্লেখ্য, একবারে নয়, ধাপে ধাপে শুভেন্দু তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছেন। গত ২৫ নভেম্বর প্রথমে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তিনি। এর দু’দিন পরেই মন্ত্রীত্ব ছেড়ে দেন। যদিও এখনও বিধায়ক পদটি ছাড়েননি শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, যোগদানের আগেই বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন তিনি। সেটা স্রেফ সময়ের অপেক্ষা।

শুভেন্দুর ঘনিষ্ঠরা জানিয়েছেন, আগামী ১৭ ডিসেম্বর শুক্রবার দিল্লি যাবেন তিনি। তার একদিন পর, ১৮ ডিসেম্বর, শনিবার অমিত শাহের উপস্থিতিতেই পূর্ব মেদিনীপুরেই বিজেপিতে যোগ দেবেন তিনি শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই শুভেন্দু অনুগামীদের একের পর এক কার্যালয় গেরুয়া রংয়ে সেজে উঠেছে।

এদিকে, সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে শুভেন্দুকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার খবরও সামনে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, তাঁকে Z ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত বলে খবর।

তৃণমূলের টিকিটে ২০০৬ সালে কাঁথি দক্ষিণ বিধানসভা থেকে জয়লাভ করেন শুভেন্দু অধিকারী। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে তমলুক থেকে বিজয়ী হয়ে শিল্প দফতরের স্থায়ী কমিটির সদস্য হন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনেও নিজের আসনে জয়লাভ করেন তিনি। ২০১৬ সালে পদত্যাগ করে নন্দীগ্রাম থেকে লড়াই করে বিজয়ী হন। রাজ্যের পরিবহণ মন্ত্রী হন তিনি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।