করতারপুর যাওয়ার পাক আমন্ত্রণে ‘না’ সুষমার
নয়াদিল্লি: পাকিস্তানের করতারপুর করিডরের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে যাবেন না বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তাঁর পরিবর্তে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হরসিমরত কাউর বাদল এবং হরদীপ সিং পুরী। ইসলামাবাদের আমন্ত্রণের জবাবে শনিবার এমনটাই জানালো বিদেশমন্ত্রক।
পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি টুইটে জানিয়েছিলেন, ২৮ নভেম্বর করতারপুর করিডর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সুষমা স্বরাজের পাশাপাশি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ ও পাঞ্জাবের মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেট তারকা সিধুকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
I thank HE Makhdoom Shah Mahmood Qureshi Foreign Minister of Pakistan for inviting me to attend the groundbreaking ceremony of the Kartarpur Sahib corridor on the Pakistan side of the International boundary on 28 November 2018. /1
— Sushma Swaraj (@SushmaSwaraj) 24 November 2018
কুরেশিকে ধন্যবাদ জানিয়ে বিদেশমন্ত্রী টুইটে জানান, তেলেঙ্গনায় নির্বাচনী প্রচারে অংশ নেয়ার প্রতিশ্রুতির কারণে আমার যাওয়া হবে না। তবে খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানাবিষয়ক মন্ত্রী হরসিমরত কাউর বাদল এবং আবাসন ও নগরবিষয়ক মন্ত্রী শ্রী হারদ্বীপ সিং পুরি অনুষ্ঠানে যোগ দেবেন।
Since I am unable to travel to Kartarpur Sahib on the scheduled date, Government of India will be represented by my esteemed colleagues Mrs.Harsimrat Kaur Badal and Mr.H.S.Puri. /2
— Sushma Swaraj (@SushmaSwaraj) 24 November 2018
উল্লেখ্য, ইমরান খান উদ্বোধন করবেন করতারপুর বর্ডার করিডর। ২৮ তারিখ নভেম্বর পাকিস্তানের দিক থেক সীমান্ত পেরোনের ক্ষেত্রে এই পথ ব্যবহারের শুরু হবে। শিখ সম্প্রদায় দীর্ঘদিন ধরে এই ধার্মিক করিডরের দাবি জানিয়ে আসছে। পাঞ্জাবের গুরুদাসপুর জেলার ডেরা বাবা নানক থেকে পাকিস্থানের করতারপুর সীমান্তে সাহিব গুরুদ্বার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটারের একটি করিডর তৈরি করা হচ্ছে।