Wednesday, July 24, 2024
বিনোদন

বিশ্বব্যাপী সর্বকালীন সেরা সিনেমার তকমা পেল সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’

মুম্বাই: সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি নিয়ে কেবলমাত্র যে ভারতে বিপুল উৎসাহ-উদ্দীপনা এমনটা মোটেও নয়, বিশ্বের সিনেমা ইতিহাসে নয়া নজির গড়ল ‘দিল বেচারা’। ডিজনি প্লাস হটস্টারে ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় মুক্তি পায় ‘দিল বেচারা’। মুক্তির তিন ঘন্টার মধ্যেই আইএমডিবি’তে ১০-এর মধ্যে ১০ রেটিং পায় সুশান্তের শেষ সিনেমা। আইএমডিবি’তে আপাতত ১০-এর মধ্যে ৯.৭ রেটিং পেয়ে বিশ্বের ইতিহাসে সর্বকালীন সেরা রেটিংপ্রাপ্ত সিনেমার তকমার মধ্যে রয়েছে ‘দিল বেচারা’।

শুক্রবার সন্ধ্যায় মুক্তির পরমুহূর্তেই সুশান্তের শেষ সিনেমাটি দেখার জন্য ওটিটি প্ল্যাটফর্মে ভিড় জমায় আসমুদ্র-হিমাচলের ১৮ থেকে ৮০ সকলেই। একসঙ্গে এত দর্শককে সামলাতে হিমশিম খায় হটস্টার, এমনকি একসময় ক্র্যাশ পর্যন্তও করে ওটিটি প্ল্যাটফর্ম।

ক্র্যাশ করার ফলে পরিচালক হনসল মেহেতাও সমস্যায় পড়েন। নিজেই টুইট করে সেকথা জানান তিনি। হনসল মেহেতার টুইটে অনেকই রিপ্লাই দিয়ে জানান তাঁরাও একই সমস্যায় ভুগেছেন। কেউ কেউ লিখছেন, জানতাম এমনটা হবে, ধন্যবাদ ঈশ্বর, বিপত্তির আগেই দেখে নিয়েছি! কেউ কেউ আবার লিখছেন, টেকনোলজি সব সামলাতে পারে, কিন্তু ভালোবাসা নয়! গো পিওপল গো… লেটস মেক হিস্টরি! আমাদের সুশান্তের মাস্টারপিস সবাই দেখুক! একমাত্র ভালোবাসাই সব জিতে নিতে পারে! সুশান্ত তুমি ভালো থেকো, ভালোবাসা নিও!

আইএমডিবি’তে বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত সিনেমার তালিকার এখন শীর্ষে আছে ‘দিল বেচারা’। দ্বিতীয় স্থানে রয়েছে হলিউড সিনেমা ‘শস্যাঙ্ক রিডেমশন’ (৯.২) এবং তৃতীয় স্থানে আছে ‘দ্য গডফাদার’ (৯.১)। আর ভারতীয় সিনেমার তালিকায় ‘দিল বেচারা’-র পরে ৮.৫ রেটিং পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ‘পথের পাঁচালী’, তামিল সিনেমা ‘আনবে সিভম’ এবং মালায়ালম সিনেমা ‘নায়কন’।

মুক্তির তিন ঘন্টায় আইএমডিবি’তে রেটিংয়ে ১০-এ ১০ পেয়েছিল ‘দিল বেচারা’। সেই সময় ১,০৪৮ জন রেটিং দিয়েছিল। এখন অবশ্য কিছুটা রেটিং কমেছে। শনিবার রাত ১০টা ৩৭ মিনিট অবধি রেটিং ৯.৭ এ রয়েছে। আপাতত ৫০,৫১৮ জন রেটিং দিয়েছেন।