Monday, June 16, 2025
Latestদেশ

অব্যাহত গেরুয়া ঝড়, হরিয়ানায় জয়জয়কার হবে বিজেপির, বলছে সমীক্ষা

চন্ডীগড়: ২১ অক্টোবর বিধানসভা নির্বাচন হরিয়ানা ও মহারাষ্ট্রে। তার আগে এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষায় উঠে এল সম্ভাব্য ফল। সমীক্ষায় দাবি, হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভরাডুবি হতে চলেছে কংগ্রেসের। বিপুল ভোটে জিতে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। সমীক্ষায় দেখা যাচ্ছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ হরিয়ানায় সিংহভাগ আসন দখল করবে।

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, হরিয়ানা বিধানসভা নির্বাচনে ৯০টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৮৩টি আসন। ভোটের দিনক্ষণ ঘোষণার পর তাঁদের সমীক্ষার দাবি ছিল, বিজেপি পেতে পারে ৭৮টি। ভোটের আগে তা বেড়ে হয়েছে ৮৩টি আসন।

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এই রাজ্যে ভরাডুবি হবে কংগ্রেসের। তাঁরা মাত্র তিনটি আসন জিততে পারে। অন্যরা পেতে পারে সবমিলিয়ে মাত্র ৪টি আসন। যদিও, প্রথম সমীক্ষায় কংগ্রেসের সম্ভাব্য আসন সংখ্যা ৮টি দেখানো হয়েছিল সমীক্ষায়।

সি-ভোটারের সমীক্ষায় বলা হয়েছে, রাজ্যের ৪৭ শতাংশ মানুষ বিজেপির পক্ষে ভোট দিয়েছেন। তাঁরা চাইছেন ফের বিজেপি রাজ্যে ক্ষমতায় ফিরে আসুক। মুখ্যমন্ত্রী হিসেবে মনোহরলাল খট্টরের পক্ষেই সওয়াল করেছেন রাজ্যের সিংহভাগ মানুষ। অন্যদিকে, কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন মাত্র ২১ শতাংশ মানুষ। অন্যদের পক্ষে পড়েছে ৩১ শতাংশ ভোট। ফলে হরিয়ানায় বিজেপির ক্ষমতায় ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

প্রসঙ্গত, ২০১৪ বিধানসভায় নির্বাচনে ৯০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৪৭টি আসন। কংগ্রেস পেয়েছিল ১৫টি আসন। আইএনএলডি পেয়েছিল ১৯টি আসন।