সিউড়ি থানার আইসি’কে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছেন তৃণমূল নেতা আনসারী, ঘটনার ভিডিও ভাইরাল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সিউড়ি থানার আইসি’র প্রতি প্রকাশ্যে অসম্মানজনক আচরণে ফের বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা আনসারী। অভিযোগ, তৃণমূল নেতা আনসারী থানার আইসি’কে কলার ধরে টানেন, যা উপস্থিত জনতার মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি করে।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধী দল থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই তৃণমূল নেতার এই ধরনের আচরণকে আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রতি চরম অবজ্ঞা এবং শাসক দলের আস্ফালনের উদাহরণ বলে উল্লেখ করেছেন।
এ প্রসঙ্গে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, “সিউড়ি থানার আইসি’কে কলার ধরে টানছে সিউড়ির কুখ্যাত দুষ্কৃতী তৃণমূলনেতা আনসারী। শাসক দলের কাছে পুলিশ কর্তাদের সম্মান কোথায় গিয়ে ঠেকেছে। ধিক্কার!”
শাসক দলের প্রভাব ও পুলিশের ভূমিকা
বিরোধীরা প্রশ্ন তুলেছেন, “যেখানে থানার ইনচার্জকেই এভাবে হেনস্থা হতে হয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?” এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা হয়েছে। বিরোধী শিবিরের দাবি, “পুলিশ প্রশাসন এখন শাসক দলের ক্রীড়নকে পরিণত হয়েছে।”
তৃণমূলের প্রতিক্রিয়া
যদিও তৃণমূল নেতারা এই ঘটনাকে একান্তই ‘ভুল বোঝাবুঝি’ বলে দাবি করেছেন। তাঁদের বক্তব্য, “আনসারীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অতিরঞ্জিত করা হয়েছে।”
আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সংকট
এমন ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। শাসক দলের প্রভাব এবং প্রশাসনের ভূমিকা নিয়ে রাজ্যজুড়ে সমালোচনা তীব্রতর হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দায়িত্বশীল প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে সর্বত্র।
প্রতিবাদের ঝড় উঠলেও, এই ঘটনার তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশ্লেষকরা। প্রশাসন ও পুলিশের প্রতি মানুষের আস্থা পুনঃস্থাপন এখন শাসক দলের অন্যতম চ্যালেঞ্জ।