বায়ুসেনার অভিযানে খতম কান্দাহার অপহরণ কাণ্ডের মূলচক্রী
নয়াদিল্লি: পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার প্রতিশোধ নিয়ে বড়সড় প্রত্যাঘাত ভারতীয় সেনার। ভারতীয় বায়ুসেনার হামলায় পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে গুঁড়িয়ে গেল একাধিক জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড, জইসের কন্ট্রোল রুম। খতম ৩০০ জঙ্গি ৷ এই তালিকায় রয়েছে কুখ্যাত জঙ্গি ইউসুফ আজহার। যে কিনা জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের শ্যালক।
বালাকোট জইশের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র। বায়ুসেনা সূত্রে খবর, এই অভিযানের ফলে অনেক জঙ্গি প্রশিক্ষক ও সিনিয়র কমান্ডার খতম হয়েছে। এই ক্যাম্পটির নেতৃত্ব দিত মৌলানা আজ়হার ইউসুফ। খতম হওয়া ৩০০ জঙ্গির মধ্যে ২৫ জন প্রশিক্ষক। সেনা হামলায় আহত হয়েছেন মাসুদ আজহারও। তাকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় খতম হয়েছে শ্যালক ইউসুফ আজহার। ১৯৯৯-এ মাসুদকে গ্রেফতার করার পর কান্দাহার থেকে ভারতীয় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান IC-814 হাইজ্যাক করেছিল ইউসুফ। ওই হাইজ্যাকেই শতাধিক বিমানযাত্রীর প্রাণের বিনিময়ে জইশ প্রধান মাসুদ আজ়হারসহ দুই জঙ্গিকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার।
২০০০ সাল থেকেই আজ়হার ইউসুফের উপর ইন্টারপোলের লুকআউট নোটিশ জারি ছিল। যদিও পাক সরকার ইউসুফের উপস্থিতির কথা বার বার অস্বীকার করেছে।