১৮ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে অযোধ্যা মামলার শুনানি: সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: এবার অযোধ্যা মামলার শুনানির সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, অযোধ্যা মামলার শুনানি আগামী ১৮ অক্টোবরের মধ্যে অবশ্যই শেষ করতে হবে। বুধবার শীর্ষ আদালত জানিয়েছে, প্রয়োজনে আবেদনকারীরা চাইলে মধ্যস্থতার মাধ্যমে মন্দির-মসজিদ বিরোধ নিষ্পত্তি করতে পারে।
সুপ্রিম কোর্ট আরও বলেছে, অযোধ্যা মামলায় প্রতিদিন শুনানি চলবে। শীর্ষ আদালত জানিয়েছে, যদি উভর পক্ষ মধ্যস্থতার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করতে চায় তবে তাঁরা তা করতে পারে। আগামী ১৭ নভেম্বর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসর নেওয়ার আগে এই রায় শোনাবেন বলে জানা গেছে।
দু’পক্ষের রিপোর্ট খতিয়ে দেখে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, এই মামলার শুনানি আগামী ১৮ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। আসুন আমরা ১৮ অক্টোবরের মধ্যে এই শুনানি শেষ করার বিষয়ে যৌথ প্রচেষ্টা চালাই। সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চে বর্তমানে এই অযোধ্যা মামলাটি চলছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও পাঁচ সদস্যের বেঞ্চের অন্য বিচারকরা হলেন বিচারপতি এস এ ববদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ ও এস আবদুল নাজির।
প্রসঙ্গত, ১৯৯২ সালে অযোধ্যার বাবরি মসজিদটি ভেঙে দেওয়া হয়। হিন্দুত্ববাদীদের দাবি ছিল, এই মসজিদের জায়গায় রামের জন্মস্থান বলে পরিচিত এবং রামের মন্দির ছিল, সেই মন্দিরের ধ্বংসাবশেষের উপরই নির্মিত হয়েছিল মসজিদটি। বাবরি মসজিদ ধ্বংসের পর সারা দেশে হিংসার বলি অন্তত ২ হাজার মানুষ।