মহারাষ্ট্র নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রায় দেওয়া হবে: সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: মহারাষ্ট্র নিয়ে মঙ্গলবার রায় দেবে সুপ্রিম কোর্ট। সোমবার সকালে দু’পক্ষের বক্তব্য শোনার পর তিন বিচারপতির বেঞ্চ জানায়, মহারাষ্ট্র নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রায় দেওয়া হবে।
রবিবার কেন্দ্রীয় সরকার, মহারাষ্ট্র সরকার, দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে নোটিশ পাঠায় শীর্ষ আদালত। সরকার গঠনের আহ্বান জানিয়ে দেবেন্দ্র ফড়নবিশকে পাঠানো রাজ্যপালের চিঠি এবং অজিত পাওয়ারের বিজেপিকে সমর্থন দেওয়ার চিঠি শীর্ষ আদালতে পেশ করতে বলা হয়।
NCP-Congress-Shiv Sena petition: Supreme Court reserves order for tomorrow 10.30 am. https://t.co/PyKO0WzEJ4
— ANI (@ANI) November 25, 2019
সোমবার সকালে আদালতের নির্দেশ মেনে দুটি চিঠি জমা দিয়েছেন কেন্দ্রের আইনজীবী। প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি বলেন, রাজ্যপাল ১৭০ জন বিধায়কের সমর্থন দেখেছিলেন। আর তারপরেই তিনি বৃহত্তম দল হিসেবে বিজেপিকে শপথ গ্রহণের জন্যে ডাকেন।
সলিসিটার জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতকে বলেন, অজিত পাওয়ার ২২ নভেম্বর ৫৪ জন বিধায়কের স্বাক্ষর সহ একটি চিঠি জমা দিয়েছিলেন। এরপরেই রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি দেবেন্দ্র ফড়নবিশকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান।