Sunday, September 15, 2024
দেশ

সুপ্রিম কোর্টের রায় গণতন্ত্র বিরোধী: কেজরিওয়াল

নয়াদিল্লি: কেন্দ্র বনাম দিল্লি সরকারের ক্ষমতার বিচার সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের রায়ে হতাশা প্রকাশ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আইনি পথেই লড়াই চলবে বলে জানিয়েছেন আপ সুপ্রিমো।

শীর্ষ আদালতের রায়ের পর সাংবাদিক সম্মেলন করে কেজরিওয়াল বলেন, এই রায় সংবিধান ও গণতন্ত্রবিরোধী। আমরা আইনি পথেই সমস্যার সমাধান চাইব। এটা জনগণের প্রতি অবিচার।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকারের হাতে যদি আমলাদের বদলির অধিকার না-থাকে, তাহলে কীভাবে তারা কাজ করবে? যে দলের ৬৭ আসন রয়েছে, তাদের যে অধিকার নেই, সেই অধিকার রয়েছে সেই দলের কাছে যাদের ৩ আসন রয়েছে। আজ আমরা নিজেদের সরকারের নিরাপত্তা রক্ষীকেও বদলি করতে পারছি না। দিল্লির মানুষের প্রতি এটা অবিচার।

উল্লেখ্য, আজ, আদালত জানিয়েছে, দিল্লির দুর্নীতি দমন শাখা কেন্দ্রের আওতাভুক্ত। তাই কোনও সরকারের বিরুদ্ধে তদন্ত করার অধিকারও লেফটেন্যান্ট গভর্নরই নিতে পারবেন, মুখ্যমন্ত্রী নয়।