ফের বিপাকে রাজীব কুমার, সারদা চিটফান্ড মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি: সারদা চিটফান্ড মামলায় কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমারের বিরুদ্ধে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। রাজীব কুমারের জামিনের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার প্রধান বিচারপতি এসএ বোবদে এবং বিচারপতি বি আর গাবাইয়ের ডিভিশন বেঞ্চে সিবিআইয়ের পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।
তুষার মেহতার দাবি, সারদা চিটফান্ড মামলার প্রমাণ লোপাট করেছেন রাজীব কুমার। এছাড়া, এর আগে একাধিকবার তাঁকে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার জন্য সমন পাঠালেও তিনি হাজিরা দেননি। দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। তাই তাঁকে সিবিআইয়ের হেফাজতে নিয়ে জেরার আবেদন জানান তিনি। তবে সিবিআইয়ের এই আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
Supreme Court issues notice to Rajeev Kumar, the former Kolkata Police commissioner, after hearing the appeal filed by Central Bureau of Investigation (CBI) seeking cancellation of bail granted by the Calcutta High Court for his alleged involvement in the Saradha chit fund scam. pic.twitter.com/vHSMvzYuKT
— ANI (@ANI) November 29, 2019
প্রধান বিচারপতি বোবদে বলেন, রাজীব কুমারের বিরুদ্ধে নোটিস জারির কারণ, তিনি ফেরার হয়েছেন বলে প্রমাণ পাওয়া গিয়েছে। তবে তিনি পদস্থ অফিসার। তাই সিবিআইকে আগে প্রমাণ করতে হবে রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। সিবিআই এই বিষয়ে আদালতকে সন্তুষ্ট করতে পারলে তখনই হেফাজতে নিয়ে অনুমতি দেওয়া যেতে পারে।
প্রসঙ্গত, চলতি বছরের ১ অক্টোবর কলকাতা হাইকোর্ট রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন নাকচ করে দিয়েছিল। আদালত বলেছিল, সিবিআইয়ের যুক্তি রাজীবকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য যথোপযুক্ত নয়। এই রায়কে চ্যালেঞ্জ করে গত ৪ অক্টোবর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। এখনও সেই মামলার শুনানি চলছে।