Monday, June 16, 2025
Latestদেশ

এখনই আস্থাভোট নয়, সোমবার আদালতে নথি জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: মহারাষ্ট্রে সরকার গঠন নাটকে নয়া মোড়। সোমবারের মধ্যেই কেন্দ্রকে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি যে চিঠি দেয় তা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের ৩ সদস্যের বেঞ্চ। নির্দেশ অনুযায়ী, কেন্দ্রকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সমর্থনে থাকা সংখ্যাগরিষ্ঠতা দাবি সম্বলিত চিঠি এবং রাজ্যপালের পক্ষ থেকে তাদের সরকার গঠনের জন্যে আমন্ত্রণ জানিয়ে দেওয়া চিঠি পেশ করতে হবে সুপ্রিম কোর্টে।

পাশাপাশি, এনসিপি থেকে যেসকল বিধায়ক বিজেপিকে সমর্থন করেছে সেই চিঠিও পেশ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। একইভাবে রাজ্যপালের সঙ্গে বিজেপির চিঠি আদানপ্রদানের সব নথি পেশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।


মহারাষ্ট্রে সরকার গঠনকে চ্যালেঞ্জ জানায় এনসিপি-কংগ্রেস-শিবসেনা। তাদের দায়ের করা পিটিশনের জরুরি শুনানি করেন বিচারপতি এন ভি রামান্না, অশোক ভূষণ ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ।

রবিবার শুনানিতে, মুখ্যমন্ত্রী ফড়নবিশ, উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে একটি নোটিসও জারি করেছেন। সোমবার সকাল ১০.৩০ নাগাদ কেন্দ্রকে ওই নথি আদালতে জমা দিতে হবে।

শিবসেনার পক্ষে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল বলেন, বিজেপি জানিয়েছে তাঁদের কাছে প্রয়োজনীয় সমর্থন আছে, তাহলে তাঁদের অবশ্যই আস্থা ভোটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্যে নির্দেশ দেওয়া হোক। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলে শিবসেনাকে সরকার গঠন করতে দেওয়া হোক।