Sunday, September 15, 2024
দেশ

অযোধ্যা মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: অযোধ্যা মামলা নিয়ে দ্রুত শুনানির একটি আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মামলাটি এগিয়ে আনার দাবিতে পিটিশন জমা করেছিল অখিল ভারত হিন্দু মহাসভা। তবে সোমবার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, আদালত আগেই একটা রায় দিয়েছে। সেই মতো জানুয়ারি মাসেই হবে শুনানি। তার আগে নয়।

গতমাসে চার মিনিটের এক শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহেই হবে অযোধ্যা মামলার শুনানি। প্রধান বিচারপতি বলেন, আদালতের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। তবে উত্তরপ্রদেশ সরকারের দাবি ছিল এটি ১০০ বছরের পুরানো সমস্যা। তাই এই মামলাকে প্রাধান্য দেওয়া উচিৎ। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, শুনানির ক্ষেত্রে আমাদের কিছু বিষয়ে অগ্রাধিকার দিতে হয়।

সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ বিজেপি নেতাদের একাংশ, আরএসএস ও রামমন্দির তৈরীর দাবিতে সোচ্চার হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে ক্ষুব্ধ করে তোলে। তাঁরা কেন্দ্রের মোদী সরকারকে অধ্যাদেশ এনে রামমন্দির নির্মাণের কাজ শুরু করার জন্য চাপ দিতে শুরু করে। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে রাম মন্দির নির্মাণ ইস্যুতে কিছুটা হলেও ব্যাকফুটে গেরুয়া শিবির।