মিডিয়ায় কথা না বলার শর্তে জামিন পেলেন চিদাম্বরম
নয়াদিল্লি: ১০৫ দিন কারাবাসের পর বুধবার জামিনে মুক্তি পেলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। আইএনএক্স মিডিয়া দুর্নীতিকাণ্ডে ইডির করা মামলায় সুপ্রিম কোর্ট চিদাম্বরমের জামিন মঞ্জুর করল। বিচারপতির ভানুমতির নেতৃত্বাধীন বেঞ্চ ২ লাখ টাকার বেল বন্ডে এই জামিন মঞ্জুর করে।
এর আগে গত ১৫ই নভেম্বর দিল্লি হাইকোর্ট চিদাম্বরমের জামিনের আবেদন খারিজ করে দেয়। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি। সেই আবেদনের ভিত্তিতেই এদিন চিদাম্বরমের জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত। ১০৬ দিন তিহার জেলে বন্দি থাকার পর সুপ্রিম রায়ের পর আপাতত মুক্ত হতে চলেছেন তিনি।
তবে সুপ্রিম কোর্টের রায়ের শর্ত অনুযায়ী, সাংবাদিকদের সামনে মুখ খুলতে পারবেন না চিদাম্বরম। শর্তে আরও বলা হয়েছে, চিদাম্বরম তথ্য বিকৃতি করতে পারবেন না, সাক্ষীদের প্রভাব খাটাতে পারবেন না এবং আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না।
Supreme Court grants bail to former Finance Minister & Congress leader P Chidambaram in INX Media money laundering case, registered by the Enforcement Directorate (ED). pic.twitter.com/m2yWKFNOlT
— ANI (@ANI) December 4, 2019
ইডির তরফে চিদাম্বরমের জামিনের আবেদনের বিরোধিতা করা হয়। জেনারেল তুষার মেহেতা আদলতকে বলেন, অর্থ তছরুপের মত মারাত্মক অভিযোগ রয়েছে গুরুত্বপূর্ণ এই পদাধিকারীর বিরুদ্ধে। তাঁর কৃত কর্মের জন্য দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত। মানুষের বিশ্বাস টলে গিয়েছে।
প্রসঙ্গত, আইএনএক্স মিডিয়া দুর্নীতিকাণ্ডে গত ২১ আগস্ট গ্রেফতার করা হয় পি চিদাম্বরমকে। তার আগে আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় পি চিদাম্বরমের ছেলে কার্তি চিদম্বরমকে গ্রেফতার করা হয়েছিল। যদিও পরে জামিনে মুক্তি পান কার্তি।