বিজেপি ক্ষমতায় বলেই রাম মন্দিরের স্বপক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট: বিজেপি সাংসদ
গান্ধীনগর: গত শনিবার ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়ে রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এ প্রসঙ্গে গুজরাটের ভারুচের বিজেপি সাংসদ মনসুখ ভাসাভার দাবি, কেন্দ্রে বিজেপি সরকার আছে বলেই অযোধ্যায় মন্দিরের স্বপক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ভারুচের বিজেপি বিধায়ক দুষ্মন্ত পটেল, ভাগ্রার বিজেপি সাংসদ অরুণ সিং রাণা, ভারুচের বিজেপি সভাপতি যোগেশ পটেল, স্থানীয় পুরসভার প্রধান সুরভীবেন তামাকুওয়ালা।
বিজেপি সাংসদ মনসুখের এই মন্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, রাম মন্দির অনেক পুরনো ইস্যু। ভারত স্বাধীন হওয়ার পর অনেক বছর কেটে গেছে। তখন থেকেই রাম জন্মভূমি নিয়ে আন্দোলন চলছে। এই আন্দোলনে অনেক মানুষ শহিদ হয়েছেন। তবে এখন কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে বলেই শীর্ষ আদালত মন্দিরের স্বপক্ষে রায় ঘোষণা করল।
SC gave verdict in Ram Mandir’s favour because of BJP’s govt in centre: BJP MP Mansukh Vasava#Gujarat #TV9News #Bharuch #AyodhyaVerdict pic.twitter.com/a9ikMhZ07k
— Tv9 Gujarati (@tv9gujarati) November 15, 2019
বিজেপি সাংসদ মনসুখ ভাসাভা আরও দাবি করেন, দেশে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে বলেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অন্য কোনও সরকার থাকলে তা সম্ভব হত না বলে দাবি করেন তিনি। মনসুখ ভাসাভা জানান, রায় ঘোষণার আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মানুষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছিল। দেশবাসী সেই আবেদনে সাড়া দিয়েছে।
পাশাপাশি, ৩৭০ ধারা বাতিলের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসা করে মনসুখ ভাসাভা বলেন, দেশের কোনও সাংসদ কোনওদিনই ভাবতে পারেনি জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করা হবে। তবে প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তা বাস্তবায়িত করেছেন। অনেকেই বলেছিলেন, এর ফলে দেশে অরাজকতা সৃষ্টি হবে। পাকিস্তান চোখ রাঙাবে। তবে কিছুই হয়নি? এটা মোদীর কৌশলী পদক্ষেপের জন্য সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।