Sunday, June 22, 2025
Latestদেশ

প্রাণভিক্ষার সর্বশেষ আবেদনও খারিজ সুপ্রিম কোর্টে, ১ ফেব্রুয়ারিই ফাঁসি নির্ভয়ার ধর্ষকদের

নয়াদিল্লি: নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলার অন্যতম আসামি মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার সর্বশেষ আবেদনও খারিজ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সাফ জানিয়েছে, জেলের ভোগান্তি ক্ষমা প্রার্থনার পক্ষে কোনও যুক্তি হতে পারে না। এর আগে মুকেশের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দেয় রাষ্ট্রপতি। তবে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন মুকেশের আইনজীবী। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই শীর্ষ আদালত জানিয়েছে, এটা কখনই বলা যায় না যে রাষ্ট্রপতি তার ক্ষমা প্রার্থনার আবেদন নিয়ে ভাবনাচিন্তা করেননি।

বুধবার সুপ্রিম কোর্টের ৩ বিচারপতির বেঞ্চ সাফ জানিয়েছে, সমস্ত নথি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দ্রুত ওই আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তার মানে এই নয় যে রাষ্ট্রপতি বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করেননি। তাছাড়া জেলের ভোগান্তি অপরাধীর অপরাধের ক্ষেত্রে ক্ষমা করার পক্ষে কোনও যুক্তিই হতে পারে না।


সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, জেলে ভোগান্তির কারণ কখনও প্রাণভিক্ষার কারণ হতে পারে না। মুকেশকে নির্জন কারাবাসে পাঠানো হয়নি। অল্প সময়ের জন্য আলাদা সেলে রাখাকে নির্জন কারাবাসের সঙ্গে তুলনা করা যায় না। তুষার মেহতা আরও বলেন, অপরাধীর (মুকেশ) শারীরিক অবস্থা ভালোই রয়েছে। তাই মৃত্যুদণ্ড রদের কোনও প্রশ্নই ওঠে না।

নির্ভয়ার ধর্ষক মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় সিং আর পবন গুপ্তাকে ১ ফেব্রুয়ারি ভোর ৬টায় ফাঁসিতে ঝোলানো হবে দিল্লির তিহার জেলে। ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে ২৩ বছরের এক তরুণীকে গণধর্ষণ করে ৬জন ব্যক্তি। এরপর তারা ওই তরুণীকে লোহার রড দিয়ে নির্যাতন করে কয়েক ঘণ্টা ধরে। তারপর তাঁকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। ২৯ ডিসেম্বর মৃত্যু হয় ওই তরুণীর।