Sunday, June 22, 2025
Latestদেশ

নির্ভয়ার ধর্ষক অক্ষয় সিংয়ের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, ফাঁসির প্রস্তুতি শুরু তিহার জেলে

নয়াদিল্লি: বুধবার নির্ভয়ার ধর্ষক মুকেশ সিংয়ের আর্জি খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। আজ, বৃহস্পতিবার নির্ভয়ার ধর্ষক অক্ষয় কুমার সিংয়ের সাজা পুনর্বিবেচনার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি এনভি রামন্নার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার ফাঁসি স্থগিত রাখার আর্জি খারিজ করে দেয়।

১ ফেব্রুয়ারির ফাঁসি স্থগিত রাখার আর্জি জানিয়ে পিটিশন দাখিল করে মুকেশ সিং। মৃত্যুদণ্ডকে চ্যালেঞ্জ জানিয়ে তার করা কিউরেটিভ পিটিশনেরও শুনানিতে সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, কোনও রকম সংশোধনী হবে না। যা সাজা ঘোষণা করা হয়েছে সেটাই বহাল থাকবে। কাজেই আর কোনও পথ রইল না ফাঁসি আটকানোর। নির্ধারিত দিনেই ফাঁসিতে ঝোলানো হবে নির্ভয়ার ৪ ধর্ষককে।

১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নির্ভয়ার ৪ ধর্ষকের ফাঁসিতে ঝোলানোর কথা। উত্তরপ্রদেশ থেকে ফাঁসুড়ে নিয়ে আসা হয়েছে। ৪ ধর্ষকের ফাঁসি দেওয়াকে ঘিরে কড়া পাহারা বসানো হয়েছে দিল্লির তিহার জেলে। দোষীদের উপরেও চলছে কড়া নজরদারি। সব ঠিক থাকলে ১ ফেব্রুয়ারি ভোর ৬টায় ফাঁসি দেওয়া হবে নির্ভয়ার ৪ খুনিকে।

ধর্ষক মুকেশ সিং, অক্ষয় ঠাকুর, পবন কুমার গুপ্তা এবং বিনয় শর্মাকে গত ১৬ জানুয়ারি থেকে তিহা জেলের তিন নম্বর সেলে রাখা হয়েছে। এখানেই এদের ফাঁসিতে ঝোলানো হবে। ২৪ ঘণ্টা কারারক্ষী ও সিসিটিভির নজরদারিতে রাখা হয়েছে চার অপরাধীকে।