Thursday, June 19, 2025
Latestদেশ

অযোধ্যায় রামমন্দিরই হবে, রায়ের বিরুদ্ধে করা ১৮টি আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: অযোধ্যা মামলায় রায়ের বিরুদ্ধে সব রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে রায় পুনর্বিবেচনার আর্জির শুনানি হয়। সুপ্রিম কোর্টে দাখিল হয়েছিল ১৮টি রিভিউ পিটিশনের আর্জি। শুনানিতে রিভিউ পিটিশনের সমস্ত আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত।

গত ৯ নভেম্বর অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমিতে রাম মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ওই রায়ের বিরুদ্ধে জমা পড়েছিল ১৮টি আর্জি বা রিভিউ পিটিশন। যার সবগুলিই এদিন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সরাসরি খারিজ করে দিল।


তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায়ে বলেছিল, বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের নির্দেশ দেয় শীর্ষ আদালত। পাশাপাশি, মুসলিমদের মসজিদ নির্মাণের জন্য অন্যত্র ৫ একর জমির ব্যবস্থা করার কথা বলা হয়। রায়ের পর ১৮টি রিভিউ পিটিশন জমা পড়ে।

অযোধ্যা রায়ের বিরুদ্ধে গত ২ ডিসেম্বর প্রথম রিভিউ পিটিশন জমা পড়ে। অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার প্রথম আর্জি জানান জামিয়ত উলেমা-এ-হিন্দের মৌলানা সৈয়দ আশাদ। ৬ ডিসেম্বর আরও ৬টি পিটিশন দাখিল হয়। সর্বশেষ ৯ ডিসেম্বর রিভিউ পিটিশন দাখিল করেছিল অখিল ভারত হিন্দু মহাসভা।

অখিল ভারত হিন্দু মহাসভা তাদের আবেদনে বলেছে, মুসলিম পক্ষ বিতর্কিত জমিতে মসজিদের অস্তিত্ব প্রমাণ করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও তাদের মসজিদ তৈরির জন্য ৫ একর জমি দেওয়ার কথা বলা হয়েছে, যা ধর্মনিরপেক্ষতার সাংবিধানিক নীতির পরিপন্থী।