মহাত্মা গান্ধীকে ভারতরত্ন দেওয়ার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: শুক্রবার সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল, মহাত্মা গান্ধীকে ভারতরত্ন দেওয়া যাবে না। সম্প্রতি মহাত্মা গান্ধীকে ভারতরত্ন দেওয়ার জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল শীর্ষ আদালতে। তবে এদিন সেই আবেদন খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি হয়। বেঞ্চে ছিলেন বিচারপতি বোবদে, বিচারপতি বি আর গাওয়াই ও বিচারপতি সূর্য কান্ত। তিন বিচারপতিই একমত হয়ে জানান, মহাত্মা গান্ধী জাতির জনক। কাজেই তিনি ভারতরত্নের মতো যে কোনও আনুষ্ঠানিক স্বীকৃতির ঊর্ধে।
Supreme Court, while declining to pass any order in the PIL, said that Mahatma Gandhi is much higher than Bharat Ratna. https://t.co/0Fs4nY9DPk
— ANI (@ANI) January 17, 2020
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বোবদে বলেন, জাতির জনক হিসাবে মহাত্মা গান্ধীর ‘আনুষ্ঠানিক স্বীকৃতির’ কোনও প্রয়োজনীয়তা নেই। তবে বোবদে আবেদনকারীকে বলেন, মহাত্মা গান্ধীকে ভারতরত্ন দেওয়ার বিষয়ে আমরা আপনার সঙ্গে সহমত। কিন্তু, এটা নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয়। তাই মহাত্মা গান্ধীকে ভারতরত্ন দেওয়ার আবেদন কেন্দ্রীয় সরকারের কাছে করতে হবে।