জানুয়ারি পর্যন্ত পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানি
নয়াদিল্লি: পিছিয়ে গেল রাম মন্দির মামলার শুনানি। সোমবার আদালত শুরুর প্রায় সঙ্গে সঙ্গেই মামলাটির শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। মামলাটির পরবর্তী শুনানির দিন ঠিক হবে ২০১৯-এর জানুয়ারি মাসে, বলে ঘোষণা করে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি সঞ্জয় কিষণ কল ও বিচারপতি কে এম জোসেফের বেঞ্চ।
সোমবার সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানি ছিল। তবে এই শুনানিতে মিনিট চারেকের মধ্যেই প্রধান বিচারপতি রঞ্জন রঞ্জন গগৈর বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির হবে ২০১৯-এর জানুয়ারি মাসে। আদালতের তরফে বলা হয়, অযোধ্যা মামলার শুনানি উপযুক্ত বেঞ্চই হবে। ফলে এমনও হতে পারে যে ওই মামলার শুনানির জন্য নতুন কোনও বেঞ্চ গঠন করা হবে।
Supreme Court adjourns the matter till January to fix the date of hearing in #Ayodhya title suit pic.twitter.com/2ArhDMMjum
— ANI (@ANI) 29 October 2018
এর আগে ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের রায় অনুসারে, অযোধ্যার ২.৭৭ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া এবং রামলালার মধ্যে ভাগ করে দেওয়ার কথা ছিল। কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। এভাবে কোনও ধর্মীয়স্থানের জমি ভাগ করা যায় কিনা তা নিয়েই প্রশ্ন তুলে শীর্ষ আদালতের দারস্ত হন তাঁরা। অযোধ্যার মূল মামলার শুনানি সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল। অযোধ্যা বিতর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সুপ্রিম কোর্টের চলতি বছরের ২৭ সেপ্টেম্বরের রায়। সেখানে বলা হয়েছে মসজিদ ইসলামের কোনও অবিচ্ছেদ্য অঙ্গ নয়।
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, অযোধ্যা মামলার রায় পিছিয়ে যাওয়ার ফলে বিজেপির একরকমভাবে সুবিধাই হল। কারণ বিজেপি ক্ষমতায় আসার পরপরই প্রতিশ্রুতি দিয়েছিল অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করা হবে। যদিও দলের এখনও বিশ্বাস সুপ্রিম কোর্টের রায় তাঁদের পক্ষেই যাবে।
এদিকে, বিজেপি নেতারা জানিয়েছেন, অযোধ্যা মামলার রায় দেওয়ার সময় সাধারণ মানুষের ভাবাবেগের কথা যেন সুপ্রিম কোর্ট খেয়াল রাখে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, শবরীমালা নিয়ে যেমন শীর্ষ আদালত দ্রুত রায় দিয়েছে, রামমন্দির নিয়েও তাই দিক।