Wednesday, January 22, 2025
Latestদেশ

নাগরিকত্ব আইনের গুরুত্ব জনগণকে বোঝাতে বলিউড তারকাদের বৈঠকের আমন্ত্রণ সরকারের

মুম্বাই: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে ফিল্মি দুনিয়া। বহু অভিনেতা এই আইনের বিরুদ্ধে তাঁদের মতামত জানিয়েছেন। অন্যদিকে, সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার ও কঙ্গনা রানাউত।এবার নয়া এই আইন সম্পর্কে জনগণকে বোঝাতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বেশ কয়েকজন বলিউড তারকাকে মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে বৈঠকের জন্য আহ্বান জানালেন।

সংশোধিত নাগরিকত্ব আইনের সঙ্গে জড়িত ‘মিথ ও বাস্তবতা’ নিয়ে আলোচনা করার জন্য বলিউডের প্রথমসারির অভিনেতা, ডিরেক্টর এবং প্রোডিউসারদের ডাকা হবে। মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াতের ওই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে লেখা হয়েছে, বৈঠকের বিষয় হল সংশোধিত নাগরিকত্ব আইনের সঙ্গে জড়িত ‘মিথ ও বাস্তবতা’। ওই বৈঠক শেষে নৈশভোজের আয়োজনের কথাও বলা হয়েছে আমন্ত্রণপত্রে।

এই আইন নিয়ে অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্কর ও সিদ্ধার্থের মতো তারকারা মোদী সরকারের সমালোচনা করেছেন। প্রতিবাদ করেছেন রাজকুমার রাও, কঙ্কনা সেনশর্মা। এ বিষয়ে কথা বলেছেন হৃতিক রোশন, ফারহান আখতার, পরিণীতি চোপড়া, সঈফ আলি খান, শাবানা আজমিও।

সূত্রের খবর, সিএএ নিয়ে বৈঠকে করণ জোহর, ফারহান আখতার, কবীর খান, রীতেশ সিধওয়ানি, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন। প্রসঙ্গত, গত মাসেই বিজেপি জানিয়েছিল, সিএএ নিয়ে দলের তরফে তিন কোটি পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে। পাশাপাশি, নয়া এই আইনের সমর্থনে শতাধিক মিছিলও করা হবে।