Saturday, June 21, 2025
Latestবিনোদন

ব্র্যাভোর সঙ্গে ড্যান্স করলেন সানি লিওন, নিমেষেই ভাইরাল ভিডিও

মুম্বাই: বলিউড আর ক্রিকেট একসঙ্গে মিললে আগুন জ্বলে। এবার আরও একবার প্রমাণ হল বলিউড অভিনেত্রী সানি লিওন ও ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ডোয়েন ব্র্যাভোর একটি নাচের ভিডিও বেশ সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

ব্র্যাভোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ওই ভিডিওতে, সানি লিওন এবং ডোয়েন ব্র্যাভোকে একসঙ্গে ‘চ্যাম্পিয়ন’ গানের তালে জমিয়ে নাচতে দেখা গিয়েছে। ভিডিওটি ডিজে ব্র্যাভো তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ভিডিওতে সানি ও ব্র্যাভোকে একসাথে গানের তালে পা মেলাতে দেখা যায়।

 

View this post on Instagram

 

Fantastic experience to be a part of a stellar show @sunburnfestival and getting the lovely @sunnyleone to do the champion dance was lit ! Big up to @tyga ?? @djanamusic @arielle.alexa @ultrasimmo #Champion #LoveYouBaby #2Easy

A post shared by Dwayne Bravo Aka Mr. Champion? (@djbravo47) on


সম্প্রতি ব্রাভো এবং সানি লিওন সানবার্ন ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলেন। ব্রাভো এবং সানি লিওনকে একসঙ্গে পেয়ে বেজায় খুশি ভক্তরা। বেশ মজা পান তাঁরাও। চ্যাম্পিয়ন গানে ডান্সের ভিডিও করে শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে লাইক-স্ট্রাইক-কমেন্টে উপচে পড়েছে।

প্রসঙ্গত, ২০১২ সালে পূজা ভট্টর ‘জিসম ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সানি লিওনের। খুব শীঘ্রই হরর-কমেডি মুভি ‘কোকোকোলা’, এবং ‘রঙ্গিলা’ ও ‘বীরামাদেবী’-তে দেখা যাবে সানি লিওনকে।