Thursday, September 19, 2024
কলকাতা

শ্যামাপ্রসাদ না থাকলে জ্যোতি বসু, বুদ্ধদেবের মুখ্যমন্ত্রী হওয়া হতো না: সুকান্ত মজুমদার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আজ ১৪ আগস্ট, দেশজুড়ে বিভাজন বিভীষিকা দিবস পালন করছে বিজেপি। দেশভাগের দিনে বিভাজনের যন্ত্রণার স্মৃতিচারণ করতেই বিজেপির তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার বেহালায় ডায়মন্ড হারবার রোডের পাশে ভারত মাতার পুজো করেন বিজেপির নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তিনি পশ্চিমবঙ্গের ভারতভুক্তিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের স্মৃতিচারণা করেন।

সুকান্ত মজুমদার বলেন, ‘১৯৪৭ সালের আজকের দিনে দেশভাগ হয়েছিল। দেশভাগের যন্ত্রণা সবথেকে বেশি ভোগ করেছে বাঙালি এবং পাঞ্জাবিরা। আমাদের পূর্বপুরুষরা পূর্ববঙ্গ থেকে এদেশে এসেছিলেন। তাদের নিদারুণ কষ্ট সহ্য করতে হয়েছিল। এক দিনের মধ্যে কয়েক পুরুষ ধরে বসবাস করা জমি, বাড়ি, মন্দির সব অচেনা হয়ে গেছে। সব দখল হয়ে গেছে। অনেকে প্রাণে বাঁচতে পানাপুকুরে ডুবে থেকেছেন।’

সুকান্ত মজুমদার বলেন, ‘পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যেই থাকতো না যদি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থাকতেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রী হওয়াও হতো না। তবে আজ দেশভাগের ইতিহাস বদলে ফেলার চক্রান্ত করা হচ্ছে। পশ্চিমবঙ্গের ভারতভুক্তিতে শ্যামাপ্রসাদের অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা তা হতে দেব না।’