‘বাংলাদেশের সেনা মোকাবিলায় আমাদের সিভিক ভলান্টিয়াররাই যথেষ্ট’, কটাক্ষ সুকান্তর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের জনগণের একাংশের ভারতে হামলার হুমকি। কলকাতা দখলের দাবি। এবার এ নিয়ে তীব্র কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বাংলাদেশের প্রাক্তন সেনা প্রধানদের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে চার দিনের মধ্যে কলকাতা দখল করা হবে। এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
দিল্লিতে শীতকালীন অধিবেশনের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, “বিষয়টি নিয়ে আমরা আদৌ ভাবিতো নই। বাংলাদেশের সেনাদের মোকাবিলা করার জন্য আমাদের সিভিক ভলান্টিয়াররাই যথেষ্ট।”
তিনি আরও বলেন, বাংলাদেশের কিছু মানুষ ধর্মীয় উন্মাদনার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তাদের এই ধারণা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। সুকান্ত বলেন, “ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম সেনাশক্তিধর দেশ। যারা এই সত্য জানে না, তারা মূর্খের স্বর্গে বাস করছে।”
এছাড়াও সীমান্ত অবরোধের হুমকির প্রসঙ্গে তিনি বলেন, “এই ধরনের উন্মাদনা সাময়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে, তবে বাস্তব চাহিদার সম্মুখীন হলে এই উন্মাদনা দূর হয়ে যাবে।”