Thursday, November 13, 2025
দেশ

রাম জন্মভূমির পর এবার শ্রীকৃষ্ণের জন্মস্থান, ইদগাহ সরানোর দাবিতে আদালতে মামলা দায়ের

মথুরা: অযোধ্যার রাম জন্মভূমির পর এবার মথুরায় শ্রীকৃষ্ণ মন্দিরের অদূরে অবস্থিত শাহি ইদগাহ সরানোর দাবি জানিয়ে দায়ের করা হল মামলা। ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমানের তরফে মথুরা সিনিয়র ডিভিশনের সিভিল জাজের আদালতে মামলা করা হয়েছে। লখনউয়ের বাসিন্দা রঞ্জনা অগ্নিহোত্রি এই মামলা দায়ের করেছেন৷

মামলায় শ্রীকৃষ্ণ মন্দির চত্বরের ১৩.৩৭ একর জমি পুনরুদ্ধাদের দাবি জানানো হয়েছে। মামলায় বলা হয়েছে, কয়েকজন মুসলিম বাসিন্দার মদতে শ্রীকৃষ্ণ জন্মস্থান ট্রাস্ট ও শ্রীকৃষ্ণ বিরাজমানের জমি অবৈধভাবে দখল করে নিয়েছে শাহি ইদগাহ ট্রাস্ট। সেখানে কাঠামো তৈরি করা হয়েছে। সেই কাঠামোর নীচেই শ্রীকৃষ্ণের জন্মস্থান।

পাশাপাশি, রঞ্জনা অগ্নিহোত্রি মামলায় শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবাসংঘের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন। বলা হয়েছে, ১৯৬৮ সালে শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবাসংঘ ইদগাহ কমিটিকে জমি ছেড়ে দেয়। কিন্তু ওই জমি ছেড়ে দেওয়ার কোনও এক্তিয়ার সংঘের নেই। ইদগাহের নীচেই রয়েছে একটি কারাগার। সেখানেই জন্মছিলেন শ্রীকৃষ্ণ। মাটি খুঁড়লেই তা প্রমাণিত হয়ে যাবে।

হিন্দুদের বিশ্বাস, ওই জায়গাটি শ্রীকৃষ্ণের জন্মস্থান। মন্দির চত্বরেই শাহি ইদগাহ মসজিদ। ইতিহাসবিদদের একাংশের দাবি, প্রাচীন কেশবনাথ মন্দির ভেঙেই মসজিদটি তৈরি করেন ঔরঙ্গজেব।