Sunday, June 22, 2025
Latestদেশ

কিছু মন্তব্য পাকিস্তানের শক্তি বাড়ায়, ‘শস্ত্রপূজা’ নিয়ে সমালোচকদেরকে আক্রমণ রাজনাথের

চন্ডীগড়: বিজয় দশমীর দিন ফ্রান্সের তরফে আনুষ্ঠানিকভাবে রাফায়েল যুদ্ধবিমান হস্তান্তর করা হয় ভারতের কাছে। রাফায়েল নেওয়ার পরেই সেই রাফায়েল যুদ্ধবিমানের সামনে দাঁড়িয়ে শস্ত্রপূজা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এরপর ‘শস্ত্রপূজা’ নিয়ে সমালোচনায় মুখর হয় বিরোধীরা। এবার রাফায়েল যুদ্ধবিমানের ‘শস্ত্রপূজা’ নিয়ে বিরোধীদের একহাত করে নিলেন রাজনাথ। হরিয়ানার কারনালে এক জনসভায় রাজনাথ সিং বিরোধীদের সমালোচনা করে বলেন, তাঁদের এই ধরণের মন্তব্য শুধুমাত্র পাকিস্তানকে ‘শক্তিশালী’ করে।

আগামী ২১ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন। কারনালে প্রচারে গিয়ে রাজনাথ সিং বলেন, আমরা নতুন একটি যুদ্ধবিমান পেয়েছিল, যা অনেক শক্তিশালী। তবে এটা ব্যবহারের আগে, আমাদের পুজো করার প্রয়োজন ছিল। সেই জন্যই আমি যু্দ্ধবিমানের গায়ে ‘ওম’ লিখেছি। কংগ্রেস যেটা নিয়ে বিতর্ক শুরু করেছে। আপনারা ‘ওম’ শব্দটি নিয়ে আপত্তি জানাচ্ছেন? আমাদের বাড়িতে আমরা ওম বলি না বা লিখি না? মুসলিমরা আমিন বলেন না?


রাজনাথ সিং বলেন, বিরোধীদের রাফায়েলকে স্বাগত জানানো উচিৎ। তার জায়গায়, তাঁরা সমালোচনা শুরু করেছে। কংগ্রেস নেতাদের মন্তব্য শুধুমাত্র পাকিস্তানকে শক্তিশালী করে। রাজনাথ সিং বলেন, আমাদের যদি রাফায়েল থাকত, তাহলে আমি মনে করি, তাহলে আমাদের বালাকোটে বিমানহানার জন্য পাকিস্তানে ঢুকতে হত না। ভারতে বসেই আমরা জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিতে পারতাম।

৮ অক্টোবর, বিজয় দশমীর তথা দশেরার দিন ৩৬টি রাফায়েলের মধ্যে প্রথমটি ভারতের হাতে তুলে দেয় ফ্রান্স। ফ্রান্সের মাটিতেই রাফায়েলের ‘অস্ত্রপুজো’ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিরোধীরা এটির সমালোচনা শুরু করে। মল্লিকার্জুন খাড়গে, বিষয়টিকে ‘তামাশা’ বলে কটাক্ষ করেন। কংগ্রেস নেতা উদিত রাজ বলেন, লেবু এবং নারকেল কিভাবে একটি যুদ্ধবিমানকে রক্ষা করবে? এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার বলেন, যখন রাফায়েলের সামনে লেবু এবং লঙ্কা ঝুলবে লোকে কি বলবে।