এই ধরনের এনকাউন্টারকে আইনি বৈধতা দেওয়া হোক: লকেট চট্টোপাধ্যায়
কলকাতা: শুক্রবার হায়দরাবাদে তরুণী পশু চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডে ৪ অভিযুক্তকে এনকাউন্টারে খতম করেছে হায়দরাবাদ পুলিশ। এই ঘটনার খবর সামনে আসতেই তেলঙ্গানা পুলিশের ঢালাও প্রশংসা করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন যেভাবে এনকাউন্টারে পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার অভিযুক্তদের খতম করা হয়েছে সেই ধরনের এনকাউন্টারগুলিকে আইনি করে দেওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন তিনি।
পুলিশ জানিয়েছে, ৪ অভিযুক্তকেই ওই ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে নিহত চিকিৎসকের দগ্ধ দেহ পাওয়া যায়। তখন অভিযুক্তরা অস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশের দিকে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে মারা যায় ৪ অভিযুক্ত।
Such encounters should be made legal: BJP’s Locket Chatterjee on Telangana case
Read @ANI Story| https://t.co/TUDP0X399A pic.twitter.com/9Bcm5K9JjA
— ANI Digital (@ani_digital) December 6, 2019
এই এনকাউন্টার প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, এটি আমাদের দেশের পক্ষে খুবই ভালো পদক্ষেপ। সকালে খবরটা পড়েই আমার মন ভালো হয়ে গেল। গণধর্ষণের শিকার ওই চিকিৎসকের আত্মা শান্তি পাবে। তাঁর পরিবারও শান্তি পেয়ে পাবে। এই ধরনের এনকাউন্টারকে আইনি করে দেওয়া উচিৎ।
বিজেপি সাংসদ লকেট আরও বলেন, ধর্ষণে অভিযুক্তদের ৭ থেকে ১৫ দিনের মধ্যে হয় ফাঁসি দেওয়া উচিত বা এনকাউন্টারে হত্যা করা উচিত। আজকের এনকাউন্টারের জন্য হায়দরাবাদ পুলিশকে ধন্যবাদ জানাই।