নোটের উপর মা লক্ষ্মীর ছবি থাকলে দেশের অর্থনীতির উন্নতি হবে: সুব্রহ্মণ্যম স্বামী
ভোপাল: দেশের অর্থনীতির বেহাল দশা। এই বেহাল দশা থেকে বের হওয়ার উপায় বাতালেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর দাবি, নোটের উপর লক্ষ্মীর ছবি থাকতেই ফিরবে ভারতীয় অর্থনীতির হাল। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিও আকর্ষণ করেছেন তিনি।
মধ্যপ্রদেশের খান্ডওয়াতে স্বামী বিবেকানন্দ ব্যাখ্যানমালা আলোচনা সভায় সুব্রহ্মণ্যম স্বামী বলেন, ইন্দোনেশিয়ান নোটে গণেশের ছবি রয়েছে। এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রশ্নের জবাব দিতে পারবেন। আমি নোটের উপর লক্ষ্মীর ছবির পক্ষে। ভগবান গণেশ বাধা-বিঘ্ন দূর করে। আমি যদিও বলব যে নোটের উপর মা লক্ষ্মীর ছবি থাকলে ভারতীয় অর্থনীতির উন্নতি হবে।
নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে তিনি বলেন, একসময় কংগ্রেস ও মহাত্মা গান্ধী শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। মনমোহন সিংও ২০০৩ সালে শরণার্থীদের নাগরিকত্বের পক্ষে সংসদে দাঁড়িয়ে সওয়াল করেছিলেন।
সুব্রহ্মণ্যম স্বামী বলেন, এখন কংগ্রেস সেই দাবি থেকে সরে এসে বলছে যে, আমরা পাকিস্তানের মুসলিমদের সঙ্গে অন্যায় করছি। কোন অন্যায়টা করা হয়েছে? পাকিস্তানের মুসলিমরা এখানে আসতে চায় না। আমরা তাদের জোর করতে পারি না।