Saturday, June 21, 2025
Latestরাজ্য​

অভিনব বার্তা, সরস্বতী পুজোর প্রসাদের সঙ্গে দেওয়া হল চারাগাছ

পুরুলিয়া: সরস্বতী পুজোয় প্রসাদের সাথে ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল গাছের চারা। উন্নয়ন ও নগরায়নের জাঁতাকলে হারিয়ে যাচ্ছে সবুজ। আর এই সবুজ বাঁচাতে পুজোর প্রসাদের সঙ্গে ছাত্র ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দিল পুরুলিয়ার ঝালদা অচ্ছুরাম মেমোরিয়াল কলেজের ছাত্র সংসদ। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই।

বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা শেষ করে পুষ্পাঞ্জলির পরেই ছাত্র ছাত্রীদের হাতে প্রসাদের সঙ্গে তুলে দেওয়া হয় সেগুন, আম, শিমুল এবং জাম, পেয়ারা-সহ বিভিন্ন ফুল গাছের চারা। সরস্বতী পুজোর দিন সবুজয়ানের বার্তা দিয়ে সকলের মন কাড়লেন ঝালদা এ এম কলেজ। এদিন ছাত্র ছাত্রীদের পাশপাশি কলেজে আগত অভিভাবকদের হাতেও তুলে দেওয়া হয় চারা গাছ।

ঝালদা এ এম কলেজে পুজো দেখতে যাওয়া ঝালদা এক নম্বর ব্লকের খাড়জুরি এলাকার প্রাথমিক শিক্ষক বিবেক মুখোপাধ্যায় বলেন, সত্যিই দারুণ উদ্যোগ। অভিভূত হয়ে গেলাম। ঝালদা দু’নম্বর ব্লক এলাকার আরেক প্রাথমিক শিক্ষক উষা দাস বলেন, আমি আম গাছের চারা পেয়ে ভীষণ খুশি হয়েছি। আমার খুব ইচ্ছে ছিল বাড়িতে আম গাছের চারা লাগাব। কিন্তু সময়ের অভাবে তা আনতে পারিনি। কলেজে সরস্বতী পুজো দেখতে এসে সেই আমগাছের চারা পেয়ে খুবই ভালো লাগল।

ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নেহাল হাজরা বলেনন, সরস্বতী পুজোর দিনটি ছাত্র ছাত্রীদের কাছে অত্যন্ত শুভ দিন। তাই আজকের দিনে সবুজায়ানের লক্ষ্যে আমরা ছাত্র ছাত্রীদের মাঝে চারাগাছ বিতরণ করলাম।