Tuesday, November 18, 2025
রাজ্য​

১৬ বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের ছাত্রনেতা সুজিত শ্যাম

কলকাতা: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের ছাত্রনেতা সুজিত শ্যাম। মুকুল রায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত সুজিত। তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ার পরেও একাধিকবার মুকুল রায়ের সঙ্গে দেখা যায় তাঁকে। মুকুল রায়ের সঙ্গে দিল্লির বাড়িতেও ছিলেন তিনি। বিজেপিতে যোগ দিয়েই সুজিত শ্যামের অভিযোগ, ‘আগের সেই তৃণমূল এখন আর নেই’।

বিধানসভা নির্বাচনের আগে একের পর নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এবার সেই তালিকায় নিজের নাম লেখালেন এই ছাত্রনেতা। বিজেপিতে যোগদানের আগে ফেসবুকে গেরুয়া রংয়ের পটভূমিকায় ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসও দিয়েছেন সুজিত।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‌১৬ বছরের সম্পর্ক ভাঙা সহজ নয়। কিন্তু জীবনে এমন কিছু সময় আসে, যখন সামনে তাকাতে হয়। উল্লেখ্য, ১৬ বছর আগে, ২০০৪ সালে তৃণমূলে যোগ দিয়েছিলেন সুজিত। তখন তাঁর গুরু ছিলেন তৎকালীন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি মুকুল রায়।

মঙ্গলবার সেই মুকুল রায়ের হাত ধরেই রাজনীতিতে দ্বিতীয় ইনিংশ শুরু করলেন সুজিত। তিনি বলেন, মুকুল দার সঙ্গে আমার ব্যক্তিগত এবং সামাজিক সম্পর্ক ভালো। ২০০৪ সালে যে তৃণমূলকে দেখে প্রথম রাজনীতিতে এসেছিলাম, সেই তৃণমূল এখন আর নেই।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।