Sunday, June 22, 2025
Latestদেশ

৪৮০ কিমি পথ হেঁটে তীর্থযাত্রীদের সঙ্গে মন্দিরে যাচ্ছে এই কুকুর

চিক্কামাগালুরু: গত ১৬ নভেম্বর খোলা হয়েছে ঐতিহ্যমণ্ডিত শবরীমালা মন্দির। মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। ১৩ জন ভক্তের সঙ্গী হয়েছে একটি কুকুরও। পুণ্যার্থীরা খালি পায়ে দীর্ঘ পথ পেরিয়ে এগিয়ে চলেছেন শবরীমালা মন্দিরের দিকে। পিছন পিছন এগিয়ে চলেছে এক রাস্তার কুকুরও। ৪৮০ কিমি দীর্ঘ পথ সে পেরিয়ে এসেছে ওই ১৩জন পুণ্যার্থীকে অনুসরণ করে!

ওই দলের নেতা, দক্ষিণ কানাডা জেলার মুদাবিদরির তোদারের বাসিন্দা রাজেশ গুরুস্বামী বলেন, দীর্ঘ পথ পেরনোর সময় আমাদের কারওই নজরে পড়েনি কুকুরটির দিকে। অনেকটা সময় পরে তাঁদের নজরে পড়ে কুকুরটি তাঁদের পিছন পিছন আসছে।


পুণ্যার্থীরা জানান, আমরা প্রাথমিক ভাবে কুকুরটাখে খেয়ালই করিনি। কিন্তু এগিয়ে চলতে চলতে বুঝতে পারি কুকুরটি আমাদেরই অনুসরণ করে এগিয়ে চলেছে আমাদের সঙ্গে। আমরা আমাদের নিজেদের জন্য তৈরি করা খাবার কুকুরকে খেতে দিই। আমরা প্রতিবারই শবরীমালা মন্দিরে যাই। কিন্তু এটা একেবারে নতুন অভিজ্ঞতা।

রাজেশ গুরুস্বামী জানান, কুকুরটি অতটা পথ চলতে চলতে ২ বার পায়ে চোট পায়। সেই সময় তাকে চিকিৎসার জন্য পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তাঁদের এই বন্ধুটিকে সঙ্গে করেই শবরীমালা মন্দিরে যেতে চান তাঁরা।