Monday, June 16, 2025
Latestদেশ

নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুললেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার

মুম্বাই: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে গোটা দেশে চলছে বিক্ষোভ। বিক্ষোভে উত্তাল দেশের বিভিন্ন রাজ্য। এই আইনের সমর্থন জানিয়েছেন বেশ কয়েকজন বলিউড তারকা ও গায়ক। এবার এই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার।

বলিউড খিলাড়ি অক্ষয় বলেন, আমি হিংসা পছন্দ করি না, সেটা যে দিকই হোক না কেন। হিংসা ছড়াবেন না। হিংসা ছড়ানো থেকে বিরত থাকুন। দেশের সম্পদ ধ্বংস করবেন না। হিংসা থামাতে একে অপরের সঙ্গে কথা বলুন। কিন্তু হিংসার আশ্রয় নিয়ে কারও সম্পত্তি ধ্বংস করবেন না। এটা কারও করা উচিত নয়।

তাহলে কি অক্ষয় রাজনীতিতে যোগ দিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে খিলাড়ি বলেন, না, আমি শান্তি বাঁচতে চাই। অক্ষয় কুমার বলেন, প্রতিবাদের নামে ভাঙচুর করে, আগুন জ্বালিয়ে দেশের সম্পদ ধ্বংস করা উচিত নয়।

প্রসঙ্গত, শুক্রবার বেশ ভালো রিভিউ নিয়ে বক্স অফিসে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ছবি ‘গুড নিউজ’। এই ছবির সাংবাদিক সম্মেলনে নয়া নাগরিকত্ব আইন প্রসঙ্গে একথা বলেন বলিউড খিলাড়ি।

সম্প্রতি সিএএ বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববদ্যালয়। বিক্ষোভকারীদের হঠাতে পড়ুয়াদের উপর পুলিশ লাঠিচার্জ করে, যা নিয়ে বিতর্ক শুরু হয় গোটা দেশ জুড়ে। জামিয়ায় শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের ভিডিওতে লাইক দিয়ে বিতর্কে জড়ান অক্ষয় কুমার। পরবর্তীতে অক্ষয় কুমার দাবি করেন, ওই ভিডিওতে ভুল করে লাইক করে ফেলেছিলেন।