SCO-এর তালিকায় বিশ্বের অষ্টম আশ্চর্যের মর্যাদা পেল ‘স্ট্যাচু অফ ইউনিটি’
নয়াদিল্লি: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) স্ট্যাচু অফ ইউনিটিকে বিশ্বের অষ্টম আশ্চর্যের তালিকায় নথিভুক্ত করল। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি টুইট করে জানিয়েছেন।
বিদেশ মন্ত্রী টুইটারে লিখেছেন, সদস্য দেশ গুলোর মধ্যে পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য SCO এর প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই। SCO অষ্টম আশ্চর্যের লিস্টে স্ট্যাচু অফ ইউনিটিকে নথিভুক্ত করেছে। তালিকায় স্ট্যাচু অফ ইউনিটির অন্তর্ভুক্তি নিশ্চিত ভাবে প্রেরণা হিসেবে কাজ করবে।
সরদার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি যখন তৈরি করা হচ্ছিল তখন বিরোধীরা তুমুল বিরোধীতা শুরু করেছিল। বিরোধীদের অভিযোগ, এতে প্রচুর অর্থ ব্যয় হয়েছে যা দেশের জনগণের শিক্ষার্থীর কাজে লাগানো যেতে পারত। কিন্তু সেই স্ট্যাচুই গোটা পৃথিবীর বুকে সারা জাগিয়ে তুললো।
Appreciated the #SCO’s efforts to promote tourism among member states. The “8 Wonders of SCO”, which includes the #StatueofUnity , will surely serve as an inspiration. pic.twitter.com/nmTbz6qIFg
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 13, 2020
স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য পর্যটকের ঢল নামছে প্রতিনিয়ত। এটি শুধু মূর্তি নয় দেশের ঐক্যের প্রতীক। বিশেষজ্ঞ মহলের মতে, নরেন্দ্র মোদী সরকার এটি তৈরির উদ্যোগ নিয়ে ভারতের ইতিহাসে এক বিশেষ জায়গা করে নিল।
বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’ স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তথা উপ-প্রধানমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের। সর্দার প্যাটেলের ১৪৩তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৮ সালের অক্টোবরে মূর্তিটির উদ্বোধন করেন।