Monday, June 16, 2025
Latestদেশ

পশ্চিমবঙ্গ ও কেরল বাদে NPR নিয়ে সব রাজ্যে বিজ্ঞপ্তি জারি

নয়াদিল্লি: ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রারের (NPR) জন্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ ও কেরল বাদে দেশের সকল রাজ্য। এই তালিকায় আছে কংগ্রেস শাসিত রাজ্যগুলিও। তবে পশ্চিমবঙ্গ ও কেরল কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। পশ্চিমবঙ্গ এবং কেরলে এনপিআর চালু হবে না বলে জানিয়েছে মমতা-বিজয়ন।

কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে, NPR-এর জন্য রাজ্যগুলিকে মুখ্য জনগণনা আধিকারিক (PCO) নিয়োগ করা বাধ্যতামূলক। এখনও পর্যন্ত দেশের তিনটি রাজ্য ছাড়া বাকি সরকার PCO নিয়োগ করেছে বলে খবর।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, স্থগিত রেখেছে বাম কংগ্রেস শাসিত কেরল ও তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকার NPR নিয়ে ১৭ জানুয়ারি বৈঠক ডেকেছে। তবে ওই বৈঠকে যোগ দেবে না মমতার সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সরকার ভেঙে দিলে দিক, আমি যাব না। অন্যদিকে, কেরল সরকার জানিয়েছে, সেরাজ্যে এনপিআর চালু হতে দেবে না।

গত বছরের ২৪ ডিসেম্বর এনপিআর প্রস্তুতিতে সম্মতি জানায় কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২০২১ আদমসুমারির জন্য ৮,৭৫৪ কোটি এবং এনপিআর পরিমার্জনার জন্য ৩,৯৪১.৩৫ কোটি খরচ হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

তবে এবারই দেশে প্রথম এনপিআর হচ্ছে না। এর আগে ইউপিএ সরকারের আমলে ২০১১ সালের আদমসুমারির সময় প্রথমবার এনপিআর তৈরি করা হয়। যা ২০১৫ সালে পরিমার্জিত হয়।