Monday, March 17, 2025
আন্তর্জাতিক

রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসবাদই বিশ্বের সবথেকে বড় বিপদ, পাকিস্তানকে বিঁধলেন মোদী

মালে: দ্বিতীয়বারের জন্য মসনদে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বিদেশ সফরে গিয়েছেন মালদ্বীপে। দু’দিনের সফরে শনিবার সেখানকার সংসদে বক্তব্য রাখার সময় নাম না করে পাকিস্তানকে বিঁধলেন তিনি। মোদী বলেন, রাষ্ট্র পরিচালিত সন্ত্রাসবাদ এই মুহূর্তে বিশ্বের কাছে সবথেকে বড় বিপদ। পাশাপাশি নমো সারা বিশ্বকে সন্ত্রাসবাদ ও মৌলবাদের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য একতাবদ্ধ হওয়ার আহ্বানও জানান।

মোদী বলেন, সন্ত্রাসবাদ কেবল কোনো একটি দেশের কাছে নয়, সমগ্র সভ্যতার কাছেই বিপদ। রাষ্ট্র পরিচালিত সন্ত্রাসবাদ আজ সবথেকে বড় বিপদ। সন্ত্রাসবাদ ও মৌলবাদের বিরুদ্ধে লড়তে হলে সারা বিশ্বকে এককাট্টা হতে হবে। মালদ্বীপের সংসদ, যাকে মাজলিস বলা হয়, সেখানে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যের মানুষ এখনও ভালো সন্ত্রাসবাদী ও খারাপ সন্ত্রাসবাদীর মধ্যে তুলনা করার ভুল করে।


নমো বলেন, জল এখন মাথার উপর দিয়ে বইছে। তিনি বলেন, সন্ত্রাসবাদ ও মৌলবাদের বিরুদ্ধে লড়াইই এখন বিশ্বের নেতাদের কাছে সবথেকে বড় পরীক্ষা। মালদ্বীপের পার্লামেন্টে দাঁড়িয়েও মোদী তাঁর ‘সবকা সাথ সবকা বিকাশ’-এর কথা ব্যাখ্যা করেন। মালদ্বীর-সহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও এই দর্শন ভারত মেনে চলে বলে তিনি জানান। ভারতের বিদেশনীতিরও এটি একটি অঙ্গ বলে মোদী জানান।