তৃণমূল সরকারের থাকা না থাকা নির্ভর করছে রাজীব কুমারের ওপর: দিলীপ ঘোষ
শিলিগুড়ি: কলকাতার প্রাক্তন পুুলিশ কমিশনার রাজীব কুমার কান্ডে তৃণমূল সরকারকে ফের তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবুর দাবি, রাজ্য সরকার রাজীব কুমারকে লুকিয়ে রেখেছে। দিলীপ ঘোষের মতে, রাজ্য সরকারের থাকা বা থাকাটা রাজীব কুমারের ওপরেই নির্ভর করছে।
তৃণমূল সরকারকে কটাক্ষ করে দিলীপবাবুর দাবি, তৃণমূলের থাকা না থাকাটাও নির্ভর রয়েছে রাজীব কুমারের ওপরেই। তৃণমূলকে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি বলেন, এক সময়ে দোষীরা যাঁর হাত থেকে বাঁচার চেষ্টা করত, এখন তিনিই সিবিআইয়ের হাত থেকে বাঁচার চেষ্টা করছেন।
সারদা প্রসঙ্গ টেনে রাজীব কুমারের উদ্দেশ্যে দিলীপ ঘোষ বলেন, কোথায় লুকিয়ে থাকবেন? পি চিদাম্বরমকে ধরেছে। আপনিও ধরা পড়বেন। পড়াশোনা করে আইপিএস হয়েছেন। কেন লুকিয়ে বেড়াচ্ছেন? আপনি কি সারদার টাকা নিয়েছেন নাকি?
দিনকয়েক আগে দিলীপ ঘোষ বলেছিলেন, রাজীব কুমারের থেকে দিদির বিপদ বেশি। রাজীব কুমার ধরা পড়লে সব তথ্য বাইরে চলে আসবে, তাই দিনরাত এক করে তাঁকে বাঁচানোর চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ করে কটাক্ষ করে বলেছিলেন, আগে হাত পা গিয়েছে, এখন শুধু মাথাটা বাকি আছে। এর আগে দিলীপ ঘোষের অভিযোগ করেছিলেন, রাজীব কুমার মুখ্যমন্ত্রীর বাড়িতেই লুকিয়ে আছেন।
প্রসঙ্গত, আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর সোমবার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন রাজীব কুমার। বুধবার সেই মামলার শুনানি।