Tuesday, March 25, 2025
রাজ্য​

পুজোয় সরকারি কর্মীদের জন্য টানা ১৪ দিনের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: এবারের পুজোর আগে সরকারি কর্মচারীদের দারুণ সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মীদের জন্য ২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত একটানা ১৪ দিন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান্ধী জয়ন্তী থেকে লক্ষ্মীপুজো, অর্থাৎ ২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর টানা ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। এরপর কালীপুজোয় আবার চারদিন ছুটি। সবমিলিয়ে চলতি বছরের পুজো দারুণ উপভোগ করতে পারবেন তাঁরা।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারি কর্মচারীদের এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, মনে রাখবেন আপনারা যা ছুটি পান অন্য কেউ পায়। কেউ ভাবছে। আমি তো দুর্গা পুজো আসছে বছর কী হবে, কদিন ছুটি হবে, এক বছর আগে থেকে প্ল্যান করে রাখি। এবারও যদি আপনি আপনাদের ছুটির তালিকা মিলিয়ে মিলিয়ে দেখেন, মনে রাখবেন মানুষ কাজ করতে ভালোবাসে। কাজের সঙ্গে সঙ্গে ব্রেনকেও ছুটি দিতে হয়। কেউ কোনওদিন দিয়েছিল। আগে পুজোয় কত দিন ছুটি থাকতো? মাত্র চার দিন। এবার সব ছুটি মিলিয়ে ২ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত একটানা ছুটি থাকছে। বাজে কথা বলছি কি? এইগুলি বসে বসে করে দিই।

মুখ্যমন্ত্রী আরও বলেন, আপনাদেরও তো পরিবার আছে, এবার আপনারা ব্যাঙ্কক, থাইল্যান্ড, কুয়ালালামপুরও যেতে পারবেন। কোনওদিন কেউ ভেবেছিল? ভাবেনি। আমরা ভেবেছি। আমরা পিতৃত্বকালীন ছুটি দিয়েছি। আমি যতটুকু বলার, ততটুকু বলি। তার থেকে বেশি বলি না।