রাজ্যে মোদী-যোগীর সভা ঘিরে অনিশ্চয়তা, কমিশনে যাচ্ছে বিজেপি
কলকাতা: লোকসভা ভোটের রাজ্যজুড়ে জোরকদমে প্রচার চালাচ্ছেন বিজেপির হেভিওয়েটরা। ৩ এপ্রিল রাজ্যে প্রচারে আসছেন নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথ। ভোট টানতে ৩ এপ্রিল শিলিগুড়িতে জনসভা করার কথা মোদীর। অথচ সেই সভাস্থল নিয়েই তৈরি হয়েছে জটিলতা।
বিজেপির তরফে ঠিক করেছিল, ৩ এপ্রিল শিলিগুড়িতে এসজেডিএ (শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ) মাঠে হবে প্রধানমন্ত্রীর সভা। সেই মতো সংস্থার কাছে মাঠ পাওয়ার জন্য আবেদনও করা হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে। কিন্তু শুক্রবার সভার অনুমতি দিল না এসজেডিএ প্রশাসন ৷ এতে প্রবল ক্ষুব্ধ বিজেপি হাইকমিশন ৷ দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছে গেরুয়া শিবির ৷
এসজেডিএ-এর চেয়ারম্যান তথা জলপাইগুড়ির তৃণমূল জেলা সভাপতি সৌরভ চক্রবর্তীর সাফ কথা, ওখানে উন্নয়নের কাজ চলছে। তাই ওই মাঠ দেওয়া যাবে না।
অন্যদিকে, এদিন রাজ্যে সভা করছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী জন বার্লার হয়ে প্রচার করবেন তিনি। এছাড়াও আরও একটি বড় জনসভা করবেন তিনি। সভায় অমিত শাহ ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী, মুকুল রায়, বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়।